Katrina-Vicky: ‘দিদি তেরা দেবর দিওয়ানা’, ভিকির ভাইয়ের সঙ্গেই চুটিয়ে প্রেম ক্যাটরিনার বোনের?

Katrina-Vicky: ২০২১ সালে বিয়ে করেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভিকির ভাই সানি কৌশলও অভিনেতা। দাদার মতো এতটা জনপ্রিয়তা এখনও পর্যন্ত না পেলেও তিনিও কিন্তু কম যান না।

Katrina-Vicky: 'দিদি তেরা দেবর দিওয়ানা', ভিকির ভাইয়ের সঙ্গেই চুটিয়ে প্রেম ক্যাটরিনার বোনের?
সানি কৌশলের সঙ্গেই চুটিয়ে প্রেম ক্যাটরিনার বোনের?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 9:21 PM

২০২১ সালে বিয়ে করেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভিকির ভাই সানি কৌশলও অভিনেতা। দাদার মতো এতটা জনপ্রিয়তা এখনও পর্যন্ত না পেলেও তিনিও কিন্তু কম যান না। এ হেন সানির জীবনে কি বসন্ত? ক্যাটরিনার বোন ইসাবেলাই কি তাঁর নতুন ভালবাসা? আরও একবার বলিউড সাক্ষী থাকতে চলেছে ‘হাম আপকে হ্যায় কউন’-এর সেই ‘দিদি তেরা দেবর দিওয়ানা’র? কেন হঠাৎ এই দুই জনকে নিয়তে চলছে গুঞ্জন?

সম্প্রতি এক ইভেন্টে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পাপারাৎজির জন্য দু’জনে একসঙ্গে পোজও দেন। এর পরেই দু’জনে বের হয়ে যান নাইট আউটের উদ্দেশে। এখানেই কিন্তু শেষ নয়। রবিবার আবারও তাঁদের একসঙ্গে দেখা যায়, এবার বান্দ্রায়। দু’জনের পোশাকে ছিল রংমিলান্তি। পাপারাৎজির দেখে পোজও দেন তাঁরা। ব্যস,গুঞ্জনের শুরু সেখান থেকেই।

ক্যাটরিনার বিয়ের পর থেকেই সানির সঙ্গে ইসাবেলের সখ্য গড়ে উঠেছে। তবে এর আগে সানির নাম জড়িয়েছিল শর্বরী ওয়াগের সঙ্গে। এমনকি ভিকি-ক্যাটের বিয়েতে যখন করণ জোহরের মতো বড় বড় নাম বাদ পড়েছিল তখন কিন্তু সেই তালিকায় ছিলেন শর্বরী। তবে বেশ কিছু মাস ধরে আর একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের। তবে কি সেই সম্পর্ক শেষ হতেই পুনরায় প্রেম সানির প্রেমে? গুঞ্জন কিছুতেই এড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও তাঁদের ঘনিষ্ঠ সুত্র বলছে, তাঁরা বন্ধু খুব ভাল। কিন্তু এর মধ্যে প্রেম নেই। দুই পরিবারের মধ্যে আত্মীয়তা রয়েছে। সে কারণেই একসঙ্গে বের হয়েছিলেন। তবে নেটিজেনরা ভারি খুশি। আরও একবার কাইফ-কৌশলের মিলন হলে মন্দ কী?