Bollywood Throwback: ‘ম্যায় হু না’ মুক্তির আগে কেন সুস্মিতার কাছে ক্ষমা চান পরিচালক ফারহা? ফাঁস এতদিনে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 27, 2023 | 1:33 PM

Sushmita Sen: লাল রঙের শিফন শাড়ি উড়ছে হাওয়ায়। খোলা চুলে হাল্কা মেকআপে এগিয়ে আসছে 'মিস চাঁদনী'। শাহরুখ খান গেয়ে উঠছেন 'চাঁদ মেরা দিল, চাঁদনী হো তুম...'।

Bollywood Throwback: ম্যায় হু না মুক্তির আগে কেন সুস্মিতার কাছে ক্ষমা চান পরিচালক ফারহা? ফাঁস এতদিনে
মুক্তির আগে কেন সুস্মিতার কাছে ক্ষমা চান পরিচালক ফারহা?

Follow Us

লাল রঙের শিফন শাড়ি উড়ছে হাওয়ায়। খোলা চুলে হাল্কা মেকআপে এগিয়ে আসছে ‘মিস চাঁদনী’। শাহরুখ খান গেয়ে উঠছেন ‘চাঁদ মেরা দিল, চাঁদনী হো তুম…’। তাঁর আচল এসে পড়ছে শাহরুখ খানের মুখে। আর তাতেই ঘায়েল কিং খান! ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হু না’ ছবির এই দৃশ্যের কথা নিশ্চয়ই মনে আছে আপনার? চাঁদনীর চরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতা সেনকে। ছবিটির পরিচালক ছিলেন ফারহা খান। অথচ জানেন কি, এই ছবির ফাইনাল এডিটের পর পরিচালক নিজে ফোন করে ক্ষমা চেয়েছিলেন সুস্মিতা সেনের কাছে? কিন্তু কেন? বহু বছর পর এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন সুস্মিতা নিজেই।

তাঁর কথায়,”ফারহা আমায় ফোন করে, ক্ষমা চেয়ে বলে, ‘স্যুশ, আমি এই মাত্র ফাইনাল এডিটটা দেখলাম। আমায় তোমার কাছে ক্ষমা চাইতেই হবে, শাহরুখ, জায়েদ, অমৃতা সবার চরিত্র ঠিক রয়েছে। শুধুমাত্র তোমার রোলটাই ছোট করে দিতে হয়েছে। ছবিতে তুমি থেকেও নেই।” সুস্মিতা যোগ করেন, “আমি বলেছিলাম, ‘ঠিক আছে ফারহা। তুমি চিন্তা করো না।’ যদিও ভিতর ভিতর আমার বেশ খারাপই লেগেছিল।” পরের দিন ছিল ছবিটর স্ক্রিনিং। কিন্তু তিনি প্রায় নেই জেনে সেই স্ক্রিনিংয়ে হাজির হননি সুস্মিতা। হঠাৎ করেই তিনি দেখেন তাঁর ফোন ক্রমাগত বেজেই চলেছে। তিনি ফোন ধরেন। ফোনের ওপারে যশ চোপড়া। সুস্মিতা জানান, যশরাজ চোপড়া তাঁকে ফোনে বলেন, “কী করেছ তুমি এটা। চোখ সরাতেই পারছি না। এই তো সবে ইন্টারভ্যাল হয়েছে। আশা করছি সেকেন্ড হাফে প্রতিটা পার্টে যেন তুমি থাক।”

ছবি মুক্তিও পায় যথাসময়ে। সুপারহট চাঁদনীকে দেখে দর্শকও ক্লিন বোল্ড। সুস্মিতা আরও যোগ করেন, “শুক্রবার ছবি মুক্তি পায়। পোস্টারে আমি ছিলাম না। কিন্তু শনিবারেই সব পাল্টে যায়। আমার আর শাহরুখের ছবি লাগানো হয়েছিল।” চরিত্র ছোট ছিল, কিন্তু তাতেই বাজিমাত করেছিলেন সুস্মিতা। তাঁর সেই চরিত্র আজও লোকের মুখে মুখে।

 

Next Article