Sushmita Sen: কোথায় ললিত মোদী? মেয়ের জন্মদিনের কেনাকাটাতেও সুস্মিতার সঙ্গী সেই প্রাক্তন প্রেমিকই

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 29, 2022 | 12:48 PM

Sushmita Sen: ললিত মোদীর দাবি কি পুরোটাই গিমিক? প্রচারের আলোতে থাকার চেষ্টা? বিগত বেশ কিছু দিন ধরে এমনটাই মনে হতে শুরু করেছে সুস্মিতা সেনের ভক্তদের।

Sushmita Sen: কোথায় ললিত মোদী? মেয়ের জন্মদিনের কেনাকাটাতেও সুস্মিতার সঙ্গী সেই প্রাক্তন প্রেমিকই
মেয়ের জন্মদিনের কেনাকাটাতেও সুস্মিতার সঙ্গী সেই প্রাক্তন প্রেমিকই

Follow Us

ললিত মোদীর দাবি কি পুরোটাই গিমিক? প্রচারের আলোতে থাকার চেষ্টা? বিগত বেশ কিছু দিন ধরে এমনটাই মনে হতে শুরু করেছে সুস্মিতা সেনের ভক্তদের। মনে হবে নাই বা কেন? মেয়ের জন্মদিন হোক অথবা মায়ের– ললিত নয়, সুশের পাশে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রাক্তন প্রেমিক রহমান শলকেই। সে কারণেই অনেকের মনে করছেন সুস্মিতার সঙ্গে প্রেমের দাবি কি সবটাই ললিতের মনগড়া এক অলিখ কাহিনী? যার সঙ্গে বাস্তবের কোনও মিলই নেই! তবে যে ওই ছবিগুলি যা আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেগুলো আদপে বন্ধুত্বের ইঙ্গিত?

গতকাল অর্থাৎ রবিবার ছিল সুস্মিতার ছোট মেয়ে আলিশার জন্মদিন। বিকেলের মেয়ের জন্য উপহার কিনতে বড় মেয়ে রেনেকে নিয়ে মুম্বইয়ের রাস্তায় বের হয়েছিলেন তিনি। আর সেখানেই বাঙালি মেয়ের পাশে দেখা গেল প্রাক্তন প্রেমিক রহমান শলকে যার সঙ্গে গত বছর ডিসেম্বরেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুশ। এখানেই কিন্তু শেষ নয়, কিছুদিন আগেই সুস্মিতার মায়েরও জন্মদিন ছিল। সেখানেও হাজির ছিলেন রহমান। বাড়ির কেনাকাটা হোক অথবা আনন্দোৎসব প্রাক্তনকে যে সব সময়েই সঙ্গে রাখেন সুস্মিতা সে প্রমাণ মিলল আবারও। পাপারাৎজি দেখে এড়িয়ে যাওয়া নয়, কোনও সঙ্কোচও দেখা গেল না সুস্মিতা ও রহমানের মধ্যে। একসঙ্গে দাঁড়িয়ে পোজ দিলেন দুজনে। মেয়ে রেনেও মধ্যমণী হয়ে ফ্রেমকে দিয়েছিলেন পূর্ণতা। সব মিলিয়ে নেটিজেন চাক্ষুষ করল এক সুখী পরিবারের মিষ্টি ছবি।

গত বছরের শেষেই রহমানের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন সুস্মিতা। এর পরেই গত জুলাই মাসে প্রকাশ্যে আসে ললিত-কাণ্ড। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান দাবি করেছিলেন সুস্মিতার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছে। খুব শীঘ্রই বিয়েও করবেন তাঁরা। সুস্মিয়া স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। তবে ললিতের ওই টুইটের পর থেকেই তাঁকে প্রচন্ডই ট্রোল্ড হতে হয়। তাঁর হাতের হিরের আংটি দেখে অনেকেই ধারণা করেন তা বোধহয় ললিতের উপহার। শুরু হয় বিতর্ক। এ প্রসঙ্গে নীরবতা ভেঙে একটি পোস্ট করেছিলেন সুস্মিতা। লিখেছিলেন, “… সকলেই তাঁদের দুর্দান্ত মতামত এবং আমার জীবন ও চরিত্র সম্পর্কে গভীর জ্ঞান ভাগ করে নিচ্ছেন… ‘গোল্ড ডিগার’-কে সর্বদা নগদীকরণ করছেন! আহ কী প্রতিভা! আমি সোনার চেয়ে গভীরে খনন করি…এবং আমি সবসময় (বিখ্যাত) হীরা পছন্দ করি!! আর হ্যাঁ আমি এখনও সেগুলি নিজেই কিনতে পারি !আমি আমার শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ের সমর্থন এবং প্রিয়জনদের প্রসারিত করতে চাই। অনুগ্রহ করে জেনে রাখুন, আপনার সুশ একেবারে ঠিক আছে..”।বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রেখেছেন সুশ। এবারেও তাঁর প্রেমজীবন নিয়ে মুখে কিছু না বললেও এভাবেই কি পৌঁছে দিলেন বার্তা? বাকিটা ছেড়ে দিলেন জনগণের চিন্তাভাবনার উপর?

Next Article