Mainak Banerjee: ‘ধুলোকণা’র তান এখন অন্য ভূমিকায়; জানালেন অভিনেতা নিজেই

Dhulokona: নিজের নতুন কাজ সম্পর্কে TV9 বাংলাকে খোলাখুলিভাবে কী বললেন মৈনাক।

Mainak Banerjee: 'ধুলোকণা'র তান এখন অন্য ভূমিকায়; জানালেন অভিনেতা নিজেই
মৈনাক বন্দ্যোপাধ্যায়...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 11:45 AM

‘ধুলোকণা’র স্মৃতি এখনও মানুষের মনে টাটকা হয়ে আছে। ধারাবাহিকের চরিত্রদের মানুষ হয়তো ভুলবেন না কোনও দিনই। সেই চরিত্রদের একটি তান। যৌথ পরিবারের বড় ছেলে সে। এই চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। এবার তিনিই নতুন ভূমিকায়। কী সেই ভূমিকা? অভিনেতা নিজেই জানিয়েছেন TV9 বাংলাকে।

একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন মৈনাক। এবং তিনি একা নন। এই কাজে তাঁকে সহায়তা করছেন তাঁরই দুই বন্ধু। তৈরি করেছেন একটি ওয়েব সিরিজ়ে, যার নাম ‘এক ছাদের নীচে’। ‘রং টার্ন মোশন পিকচার্স’ ইউটিউব চ্যানেল থেকে স্ট্রিম করতে শুরু করেছে সেই সিরিজ়। ১০ ডিসেম্বর স্ট্রিম করেছে প্রথম এপিসোডটি।

নিজের নতুন কাজ সম্পর্কে TV9 বাংলাকে মৈনাক বলেছেন, “‘ধুলোকণা’ করতে-করতেই এই কাজটা করতে শুরু করেছিলাম। প্রযোজনা সংস্থার ক্ষেত্রে আমার দুই বন্ধু এগিয়ে এসেছে। একজন চিত্রনাট্যকার সায়ন চৌধুরী। ও এখন ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘নবাব নন্দিনী’র চিত্রনাট্য লিখছে। আর একজনের নাম সোমেশ্বর চন্দ্র। প্রযোজনার পাশাপাশি সিরিজ়ের সৃজনের দায়িত্ব সামলেছে ও। অন্য পেশা থেকে এসে যোগদান করেছে। আমরা তিন বন্ধু মিলে খুব ছোট করেই একটা কাজ করার চেষ্টা করেছি।”

‘এক ছাদের নীচে’ সিরিজ়ের গল্প শুরু হয় নায়কের টানাপোড়েন দিয়ে। একদিকে অফিস থেকে কোনও রকমে তাড়াতাড়ি বেরিয়ে সে যোগ দিতে চায় বন্ধুদের আড্ডায়। সে সময়ই তার স্ত্রী ফোন করে বলে ঋতুস্রাবের কারণে তার মুড সুইং হচ্ছে। স্ট্রবেরি কেক খাওয়ার ফরমায়েশ করে সে। এবার এগোতে থাকে গল্প।

সিরিজ়ের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক, অনিন্দিতা ভদ্র, রতন সরখেল এবং ইন্দ্রাণী মজুমদার।