‘ওরা বলতো জ্যাকি শ্রফের ছেলে বলে আমায় মনেই হয় না, লাল ঠোঁট, হিরো না হিরোইন’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 05, 2021 | 11:28 PM

শুরু হয়েছে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর দ্বিতীয় সিজন। ওই সিজনে অতিথির আসনে ইতিমধ্যেই দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা ও সলমন খানকে। এ বার পালা অতিথি টাইগার।

ওরা বলতো জ্যাকি শ্রফের ছেলে বলে আমায় মনেই হয় না, লাল ঠোঁট, হিরো না হিরোইন
বাবার সঙ্গে টাইগার।

Follow Us

ট্রোলের ভয়াবহ স্মৃতি নিয়ে মুখ খুললেন অভিনেতা টাইগার শ্রফ। জানালেন বলিউডে পা রাখার আগেই ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে। তিনি আদৌ জ্যাকির ছেলে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে বারংবার, শুনতে হয়েছে নান কটু মন্তব্য।

টাইগারের কথায়, “আমার লুকস নিয়ে অনেক কিছু বলত ওরা। ওরা অর্থাৎ ট্রোলাররা। আমি কেমন দেখতে তা নিয়ে মজা করত। অনেকেই বলত আমি হিরো না হিরোইন বোঝা যায় না। বলতো ও জ্যাকি শ্রফের ছেলে বলে আমাকে মনেই হয় না।” এখানেই শেষ নয়, টাইগার জানাচ্ছেন তাঁকে হিরোইন তকমা দেওয়ার কারণ তাঁর লাল ঠোঁট, আর কম দাড়ি। তাঁর কথায়, “ওরা আরও বলতো আমার ঠোঁট এত লাল কেন, ওর তো দাড়িই নেই…”।

শুরু হয়েছে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর দ্বিতীয় সিজন। ওই সিজনে অতিথির আসনে ইতিমধ্যেই দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা ও সলমন খানকে। এ বার পালা অতিথি টাইগার। সেখানেই জীবনের সেই সব স্মৃতির ঝুলি উজাড় করছেন টাইগার। বলছেন, সেই সব কথা যা আগে কোনওদিন বলেননি। যদিও এই সব ট্রোলকে তিনি পাত্তা দিতে নারাজ। টাইগারের বক্তব্য, “যে তোমায় নিয়ে ট্রোল করছে তুমি তার উপর প্রভাবে ফেলতে পারছ বলেই সে কিন্তু ট্রোল করছে।”


টাইগার ওই শো’তে আরও জানান তিনি ফুটবলার হতে চেয়েছিলেন। চেয়েছিলেন দেশের হয়ে খেলতে। কিন্তু স্কুলে পড়াকালীন তিনি দেখেছিলেন সেখানে ক্রিকেটকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ফুটবলার হওয়ার স্বপ্ন তাঁর অধরাই থেকে যায়। এ দিকে ছবির অফারও পাচ্ছিলেন, তাই অগত্যা ছবির দুনিয়াতেই চলে আসেন তিনি। বাবার সঙ্গে তুলনা নিয়েও মুখ খুলেছেন টাইগার। জানিয়েছেন, লঞ্চের আগেই নাকি অনেকে ধারণা করে নিয়েছিলেন, জ্যাকির ছেলে তাই অভিনয়ও জ্যাকির মতোই হবে, যদিও বাস্তবে তেমনটা দেখা যায়নি। নিজের স্টাইলে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন টাইগার শ্রফ।

আরও পড়ুন– বিদ্যা-রসিকার সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় স্বস্তিকা, কে হবেন সেরা?

Next Article