Uorfi Javed: ‘ভুল ভুলাইয়া’র ছোটে পণ্ডিত সেজে ধর্ষণ এবং খুনের হুমকি পাচ্ছেন উরফি জাভেদ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 31, 2023 | 5:54 PM

Uorfi Javed Death Threats: আজ থেকে ঠিক ১০ বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া' ছবিটি। সেখানে ছোটে পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছিলেন রাজপাল যাদব। সারা শরীরে লাল সিঁদুর মাখা রাজপালকে দেখেছিলেন দর্শক। কানে তাঁর গোজা ছিল ধূপকাঠি, মাথায় ছিল টিক্কি। সেই লুককেই পুনর্নিমাণ করেছেন উরফি।

Uorfi Javed: ভুল ভুলাইয়ার ছোটে পণ্ডিত সেজে ধর্ষণ এবং খুনের হুমকি পাচ্ছেন উরফি জাভেদ
উরফি জাভেদ।

Follow Us

ওটিটি বিগ বস থেকে লাইমলাইটে এসেছেন উরফি জাভেদ। তাঁর পোশাক নির্বাচন এবং সেই পোশাক পরে জনসমক্ষে আসার আত্মবিশ্বাস দেখে অনেকেই মুগ্ধ। নিন্দাও করেছে নিন্দুকেরা। তবে কোনও কিছুতেই দমাতে পারেননি উরফিকে। কখনও বেলুন দিয়ে, কখনও ঝিনুক দিয়ে, কখনও বস্তা, সেফটিপিন, ময়লা ফেলার প্লাস্টিক ইত্যাদি দিয়ে তৈরি করে পরেছেন অভিনব পোশাক। তাঁর ছবি তোলার জন্য ভিড় জমিয়েছেন পাপারাৎজ়িরা। সেরকমই একটি পোশাককে রিক্রিয়েট করেছেন উরফি এবং সেই পোশাক একটি জনপ্রিয় ছবির এক চরিত্রের লুক।

আজ থেকে ঠিক ১০ বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলাইয়া’ ছবিটি। সেখানে ছোটে পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছিলেন রাজপাল যাদব। সারা শরীরে লাল সিঁদুর মাখা রাজপালকে দেখেছিলেন দর্শক। কানে তাঁর গোজা ছিল ধূপকাঠি, মাথায় ছিল টিক্কি। সেই লুককেই পুনর্নিমাণ করেছেন উরফি। এবং তা করার পরই হুমকি পেতে শুরু করেছেন অভিনেত্রী। তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। যার পর ভয়ানক রেগে গিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে একটি বিবৃতি লিখেছেন উরফি।

গর্জে উঠে উরফি লিখেছেন, “রাজপাল যাদবের বেলায় কারও কোনও অসুবিধে হয়নি। কিন্তু আমি যখনই এই লুকটা রিক্রিয়েট করলাম, সবার সমস্যা তৈরি হল। প্রাণে মেরে ফেলার হুমকি পেয়েছি আমি। বিনা কারণে ধর্ষণের হুমকি পেয়েছি। ‘ভুল ভুলাইয়া’ ছবির ১০ বছর পর হঠাৎই ধর্মের রক্ষকরা জেগে উঠেছেন। কোনও রং কোনও নির্দিষ্ট ধর্মের নয়। ধুপও কোনও নির্দিষ্ট ধর্মের নয়। কোনও ফুলও নির্দিষ্ট ধর্মের নয়।”