Darsana Banik: বিয়ের পর ৮ নয়, ৩ দিন কাটতে না কাটতেই বাপের বাড়িতে দর্শনা
Tollywood Gossip: একে অন্যের গলায় মালা দেন পুরো ফিল্মি কায়দায়। ঠিক যেন বলিউডের কোনও সেলেবের বিয়ে। গানে গানে ভরে উঠেছিল বিবাহ আসর। তালিকা থেকে বাদ পড়েনি ভাইরাল গান জামাল কুডু। বিয়ের পর ভিন্টেজ গাড়িতে করে দর্শনাকে নিয়ে বাড়ি ফেরেন সৌরভ।

দর্শনা বনিক। সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে তাঁর জুটি দর্শক মুখে এখন চর্চিত। বিয়ের মরশুম শুরু হতে না হতেই সন্দীপা সেন বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তারপরই খবর মিলেছিল আরও এক বিগ ফ্যাট ওয়েডিং করেছে ২০২৩ সালের কার্ডে। আর সেটাই ছিল সৌরভ দাস ও দর্শনার বিয়ে। বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন তাঁরা। অবশেষে বিয়ের পিড়িতে বসেন। মহা ধূমধাম করে বিয়ে করেন এই জুটি। একে অন্যের গলায় মালা দেন পুরো ফিল্মি কায়দায়। ঠিক যেন বলিউডের কোনও সেলেবের বিয়ে। গানে গানে ভরে উঠেছিল বিবাহ আসর। তালিকা থেকে বাদ পড়েনি ভাইরাল গান জামাল কুডু। বিয়ের পর ভিন্টেজ গাড়িতে করে দর্শনাকে নিয়ে বাড়ি ফেরেন সৌরভ।
এরপর ছোট্ট ডেটিং পালা। মধ্যরাতে শোয়ে অ্যানিম্যাল দেখতে দেখা যায় এই জুটিকে। তখনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন দর্শনা বনিক। শ্বশুরবাড়িতে কেমন আছেন তিনি? তাঁর চোখ মুখ দেখলেই বোঝা যায় কতটা শান্তিতে এই জুটি। তবে কেন অষ্টমঙ্গলা সারতে হল মাত্র তিনদিনের মাথায়? তড়িঘড়ি শ্বশুরবাড়ি থেকে কেন ফিরলেন দর্শনা? না, ভয়ের কোনও কারণ নেই। বেশ সুখেই রয়েছে নবদম্পতি।
সিনেমা দেখতে গিয়েই দর্শনা জানিয়েছিলেন তিনি বাড়ি ফিরবেন মাত্র তিন দিনের মাথায়। যা আগে থেকেই নির্ধারিত ছিল। দর্শনার মা-বাবা কলকাতায় থাকছেন না, তাই বিশেষ বিধি মেনে মাত্র তিন দিনেই অষ্টমঙ্গলার রীতি মানেন তাঁরা। এই কারণে দর্শনার কাছে বেশি পোশাকও ছিল না। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায় বিয়ের পর সাধারণত সকলে শাড়ি পরে থাকে, তাই তিনিও শাড়ি নিয়ে এসেছিলেন। তাঁর কাছে ক্যাচুয়াল পোশাক না থাকায় তিনি সিনেমা দেখতে গিয়েছিলেন সৌরভের পোশাক পরেই।
