বাবা-মা হলেন পরমব্রত আর পিয়া! ছেলে হল নাকি মেয়ে?
২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। পরমব্রত এই ঘোষণার পর বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরমব্রত আর পিয়া কীভাবে তাঁদের সন্তানকে বড় করতে চান, তা নিয়ে যেসব পরিকল্পনা করেছেন, তা-ও জনসমক্ষে এনেছেন।

১ জুন পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া চক্রবর্তী। মা আর ছেলে দু’ জনেই সুস্থ আছেন। এই বছর প্রেম দিবস কাটতে না কাটতেই সুখবর দিয়েছিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা, দক্ষ পরিচালক পরমব্রত- সমাজকর্মী পিয়া। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী তথা সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী, পরমের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা।
২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। পরমব্রত এই ঘোষণার পর বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরমব্রত আর পিয়া কীভাবে তাঁদের সন্তানকে বড় করতে চান, তা নিয়ে যেসব পরিকল্পনা করেছেন, তা-ও জনসমক্ষে এনেছেন।
এই বছরটা পরমব্রত জন্য বিশেষ ভালো। তাঁর ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ থেকে ‘কিলবিল সোসাইটি’ বক্স অফিসে ভালো ফল করেছে। তাঁর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ পছন্দ হয়েছে দর্শকদের। এই সময়টা কীভাবে উপভোগ করছেন? এই প্রশ্ন শুনে TV9 বাংলাকে পরমব্রত জানান, ”সন্তানের আগমনের অপেক্ষা, সেটাই সবচেয়ে বেশি উপভোগ করছি। বিষয়টা যে সত্যি, সেটা অনুভব করতেই সময় লাগছে। মনে হচ্ছে আরও একটু সময় দিতে পারলে ভালো হতো। তবে কাজের চাপ রয়েছে।” বাবা হওয়ার জন্য পরমব্রত কিছুদিন ছুটি নেবেন, তা আগেই জানিয়েছিলেন। সামনের সময়টা পরমব্রত আর পিয়া যে আনন্দের মধ্যে কাটাবেন, তা বলার অপেক্ষা রাখে না।
