‘বিয়ে ভাঙা সহজ বিষয় নয়’, অনুপমের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে পিয়া বললেন…

সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর ডিভোর্স নিয়ে বিপুল বিতর্ক হয়েছে। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। তবে এত বিতর্কের মাঝে চুপ থাকাই ঠিক বলে মনে করেছিলেন পিয়া। বর্তমানে অবশ্য তাঁরা দুজনেই খুশি। পিয়া ঘর বেঁধেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।

'বিয়ে ভাঙা সহজ বিষয় নয়', অনুপমের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে পিয়া বললেন...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 2:08 PM

সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর ডিভোর্স নিয়ে বিপুল বিতর্ক হয়েছে। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। তবে এত বিতর্কের মাঝে চুপ থাকাই ঠিক বলে মনে করেছিলেন পিয়া। বর্তমানে অবশ্য তাঁরা দুজনেই খুশি। পিয়া ঘর বেঁধেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্য দিকে অনুপম সংসার পেতেছেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে। সদ্য প্রথম বছরের বিবাহবার্ষিকী পালন করলেন পরমব্রত এবং পিয়া। বিয়ের এক বছর পরে ডিভোর্স বিতর্ক নিয়ে কথা বললেন পিয়া। সম্প্রতি ‘স্ট্রেটআপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন পিয়া। সেখানেই তাঁকে অনুপমেপর সঙ্গে ডিভোর্স এবং তা কেন্দ্র করে আলোচনা-সমালোচনা নিয়ে প্রশ্ন ওঠে। তখনই স্পষ্ট জবাব দেন পিয়া যে ডিভোর্স বা বিচ্ছেদ এত সহজ নয়।

পিয়া বলেন, “মানুষের এটা বোঝা উচিত যে দু’জন মানুষই কোনও না কোনও কারণে যখম হয়েছে। ডিভোর্স বা ব্রেকআপ দুজনের কারও পক্ষেই মেনে নেওয়া খুব একটা সহজ নয়। আর এর আগে আমরা কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলিনি। বা প্রকাশ্যে কিছু বলতে চাইনি। মানুষের এই সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত। সেই দু’বছরের একটা জার্নি আছে। তার বিষয়ে কিছু না জেনে নিজেদের মতো করে ভেবে নেওয়া যে গত কাল এর সঙ্গে ডিভোর্স হয়েছে আগামীকাল এর সঙ্গে বিয়ে করছি। ” উল্লেখ্য, ডিভোর্সের খবর প্রকাশ্যে আসার পর অনুপম এ বিষয়ে কথা বললেও চুপ ছিলেন পিয়া। এ প্রসঙ্গে তিনি জানালেন, তিনি নিজের ডিভোর্স বা সম্পর্ক ভাঙা নিয়ে সমাজমাধ্যমের পাতায় কিছু লিখবেন তেমন তাগিদ অনুভব করেননি। কারণ, সমাজমাধ্যমের উপর তাঁর কোনও ভরসা নেই।