Virat-Akash ভিডিয়ো: বিরাট ব্যর্থ, ব্রিসবেনে গম্ভীর মুখে হাসি ফোটাল কোহলির ব্যাট!
India vs Australia 3rd Test: ক্যামিও ইনিংস খেলতে ভালোবাসেন আকাশ দীপ। অনেকটা উমেশ যাদবের মতো। কিন্তু তাঁর ডিফেন্সও যে এত দুর্দান্ত সেটা দেখিয়ে দিলেন ব্রিসবেনে। পরিস্থিতি অনুযায়ী যেমন ব্যাটিং প্রয়োজন ছিল, ঠিক সেটাই করে দেখালেন। আর উল্টোদিকে জসপ্রীত বুমরা। এই জুটির জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
ঘরোয়া ক্রিকেটে আকাশ দীপের ব্যাট থেকে মূলত বড় শট বেরোয়। ক্যামিও ইনিংস খেলতে ভালোবাসেন। অনেকটা উমেশ যাদবের মতো। কিন্তু তাঁর ডিফেন্সও যে এত দুর্দান্ত সেটা দেখিয়ে দিলেন ব্রিসবেনে। পরিস্থিতি অনুযায়ী যেমন ব্যাটিং প্রয়োজন ছিল, ঠিক সেটাই করে দেখালেন। আর উল্টোদিকে জসপ্রীত বুমরা। এই জুটির জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিরাট প্রথম ইনিংসে ব্যর্থ হলেও ভারতকে লজ্জার হাত থেকে বাঁচাল তাঁর ব্যাট!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এক সঙ্গে খেলেছেন বিরাট কোহলি ও আকাশ দীপ। দু-জনের বন্ডিং দুর্দান্ত। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে প্রথম বার টেস্ট স্কোয়াডে সুযোগ পান আকাশ দীপ। সেই সিরিজে খেলেননি বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার জার্সিতে আকাশ দীপকে পান বিরাট। প্রিয় ভাইকে একটি ব্যাটও উপহার দেন। বিরাটের হয়ে সেই ব্যাটই যেন কামাল করল ব্রিসবেনে।
ব্রিসবেন টেস্টে টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাকফুটে ভারত। বৃষ্টিতে অনেক ওভার নষ্ট হয়েছে। তাতেও অবশ্য স্বস্তি ছিল না। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ভারতকে ফলো অন করা। শেষ স্পেশালিস্ট ব্যাটার রবীন্দ্র জাডেজা আউট হতেই অজি শিবির যেন ধরেই নেয়, ফলো অন শুধু সময়ের অপেক্ষা। সে সময়ই ঢাল হয়ে দাঁড়ালেন জসপ্রীত বুমরা ও আকাশ দীপ। শেষ উইকেটে ৩৯ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। বিরাট কোহলি প্রথম ইনিংসে মাত্র ১৬ ডেলিভারিতেই আউট হয়েছিলেন। তাঁর ব্যাট আরও বেশিক্ষণ ভরসা দিল। অর্থাৎ আকাশ দীপ।
স্পিনার নাথান লিয়ঁকে বড় শট মারার লোভ সামলে সিঙ্গল-ডাবল নিয়ে স্ট্রাইক রোটেট করে গেলেন। ফলো অন এড়াতে ভারতের ম্যাজিক নম্বর ছিল ২৪৬। কাট শটে বাউন্ডারি মারতেই ড্রেসিংরুমে গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেলিব্রেশনে মেতে ওঠেন। প্রাথমিক কাজটুকু হয়েছে। তবে সহজাত প্রবৃত্তি কি আর এড়িয়ে যাওয়া যায়? ফলো অন এড়ানোর পরের বলেই মিড উইকেটে বিশাল ছয় মারেন আকাশ দীপ। ড্রেসিংরুম থেকে বেরিয়ে বিরাট আকাশে খুঁজছেন বল কোথায় গিয়ে পড়ল!
দিন শেষে বুমরা ২৭ বলে ১০ এবং আকাশ দীপ ৩১ বলে ২৭ রানে ক্রিজে রয়েছেন। ম্যাচের আর একদিন বাকি। ভারত এখনও ১৯৩ রানে পিছিয়ে। তাতে কী! অস্ট্রেলিয়াকে দ্বিতীয় বার ব্যাট করতেই হবে। তারা যখনই ডিক্লেয়ার করুক, এই ম্যাচ ভারতের পক্ষে জেতা কঠিন হলেও ড্র করা সম্ভব। মেলবোর্ন টেস্ট থেকে না হয় নতুন পরিকল্পনা গড়া যাবে!
Akash Deep makes sure India avoid the follow-on and then smashes Pat Cummins into the second level!#AUSvIND pic.twitter.com/HIu86M7BNW
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024