Prithvi Shaw: হারিয়েই গেলেন? মুম্বই সব ফর্ম্যাট থেকে পুরোপুরি ছেঁটে ফেলল পৃথ্বীকে!

Vijay Hazare Trophy, Mumbai: প্রতিভার প্রতি আস্থা রাখা। যা তাঁকে চিনিয়েছিল দুনিয়াকে, তাই আবার আঁকড়ে ধরা। অর্থাৎ, সেই বেসিকে ফিরে যাওয়া। কঠিন পরিশ্রম করা। তবেই ক্রিকেট দুনিয়া মানবে, আবার প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বী শ-র।

Prithvi Shaw: হারিয়েই গেলেন? মুম্বই সব ফর্ম্যাট থেকে পুরোপুরি ছেঁটে ফেলল পৃথ্বীকে!
Image Credit source: Getty Images File
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 2:28 PM

কলকাতা: ফিরে আসার কোনও সময় হয় না। বয়সও নেই। কিন্তু ফিরে আসতে কেউ যদি না চান? ধীরে ধীরে তিনি মুছে যাবেন সব জায়গা থেকে। তেমনই ঘটল তাঁর সঙ্গে কিনা, তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে ধাক্কার পর ধাক্কা সামলাতে হচ্ছে মুম্বইয়ের ক্রিকেটারকে। এ বার একটাই রাস্তা খোলা তাঁর সামনে। প্রতিভার প্রতি আস্থা রাখা। যা তাঁকে চিনিয়েছিল দুনিয়াকে, তাই আবার আঁকড়ে ধরা। অর্থাৎ, সেই বেসিকে ফিরে যাওয়া। কঠিন পরিশ্রম করা। তবেই ক্রিকেট দুনিয়া মানবে, আবার প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বী শ-র।

যে আইপিএলে এক সময় হইচই ফেলতেন, সেই আইপিএলের মেগা নিলামে কোনও দল তাঁকে কেনেনি। মাঠের বাইরে বেহিসেবি জীবনের কথা আর গোপন নেই। মাত্র ২৫ বছরের কেউ যে এতটা অসংযমী হতে পারেন, ক্রিকেট মহলের কেউ ভাবতেই পারেন না। তারই খেসারত দিতে হয়েছে। এমনকি, দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দাল নিলামের পর বলেছিলেন, ধাক্কার দরকার ছিল পৃথ্বীর। ধাক্কার পর ধাক্কা যে খেতে হবে পৃথ্বী, নিজেও কি ভেবেছিলেন? সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। কিন্তু পৃথ্বীর তেমন অবদান ছিল না। মাত্র ১৯৭ রান করেছেন। তারই জেরে এ বার দল থেকে বাদ পড়ে গেলেন।

এই খবরটিও পড়ুন

রঞ্জি ট্রফির টিম থেকে বাদ পড়েছেন। টি-টোয়েন্টি টুর্নামেন্টে কিছুই করতে পারেননি। যে কারণে ওয়ান ডে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে-তে সুযোগ দলে পেলেন না পৃথ্বী। সে দিক থেকে দেখলে, ঘরোয়া ক্রিকেট থেকে কার্যত মুছে গেলেন পৃথ্বী। এ বার রাজ্য দলে ফিরতে হলে পৃথ্বীকে ক্লাব ক্রিকেটে প্রমাণ করতে হবে। সেরাটা দিতে হবে। তবেই ফিরতে পারবেন মুম্বই টিমে। অবশ্য অন্য রাস্তাও আছে। পৃথ্বী মুম্বই ছেড়ে অন্য কোনও রাজ্য চলে যেতে পারেন। সেখান থেকে খেলে আবার নতুন করে ফিরে পেতে পারেন নিজেকে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এই মরসুমটা। আগামী মরসুমের আগে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এনওসি পাবেন না।