Shootout: ভরদুপুরে খাস চিড়িয়ামোড়ে পরপর চলল গুলি, থানা-কমিশনারেটের নাকের ডগায় রক্তারক্তি কাণ্ড
Shootout: রাজ্যে পরপর গুলি চলার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। কয়েকদিন আগে গুলিবিদ্ধ হয় খোদ পুলিশ। আর এবার পুলিশ কমিশনারেটের অফিসের একেবারে কাছেই ফের চলল গুলি।
ব্যারাকপুর: চারপাশে পুলিশ। অদূরেই থানা। পুলিশ কমিশনারেটের অফিসও খুব দূরে নয়। ভরদুপুরে বহু মানুষের যাতায়াত ওই জায়গায়। সেই জনবহুল এলাকাতেই ভরদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহম্মদ ইন্দাজ নামে এক যুবক। পুলিশের নাকের ডগা থেকে পালিয়েও যায় দুষ্কৃতীরা! বুধবার বিকেলের ঘটনা।
ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোট চারজন ছিল বলে জানা গিয়েছে। গুলি করে পালিয়ে যায় তারা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে, পুলিশ কমিশনারেটের অফিস থেকে তা খুব একটা দূরে নয়। কছেই রয়েছে মহিলা থানা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাইপ রোড দিয়ে দুষ্কৃতীরা গিয়েছিল চিড়িয়ামোড়ে। তারপর আবার পাইপ রোড দিয়েও পালিয়ে যায় তারা। আর ওই রাস্তায় সারাদিন প্রচুর পুলিশ থাকে। তারপরও দুষ্কৃতীরা কীভাবে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই ঘটনায় সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। মহম্মদ ইন্দাজ নামে ওই যুবকের বুকে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি করা হয়েছে ওই যুবককে।
গত কয়েকদিন আগেই উত্তর দিনাজপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিচারাধীন বন্দি। এছাড়াও বিগত এর মাসে মালদহে, মুর্শিদাবাদে রাজনৈতিক নেতাদের মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। আর এবার ব্যারাকপুর। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।