Akash Deep: ট্রাভিস হেডকে বিরক্ত করে ‘সরি-সরি’ আকাশ দীপ! রইল মজার ভিডিয়ো
India vs Australia 3rd Test: এই ম্যাচ ড্র করলেও বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দল মানসিক ভাবে অনেকটাই এগিয়ে থাকবে। আর ভারতের পরিস্থিতি উন্নতিতে বড় ভূমিকা নিয়েছে জসপ্রীত বুমরা ও আকাশ দীপ জুটি। এর মাঝে মজাও হয়েছে।
ব্রিসবেন টেস্টের ভবিষ্যৎ কী? আপাতত বলা যায় ড্র। ম্যাচের শেষ দিন। প্রথম সেশনে মাত্র ৪.৫ ওভার খেলা হয়েছে। ভারতের ইনিংস শেষ ২৬০ রানে। এরপরই বৃষ্টির পাশাপাশি বিদ্যুতের ঝলকানি। স্বাভাবিক ভাবেই অপেক্ষা চলতে থাকে। অবশেষে অস্ট্রেলিয়া ইনিংস শুরুও হয়েছে। তবে বৃষ্টি যে আবারও বাধা হয়ে দাঁড়াবে এমন আশঙ্কা রয়েইছে। এই ম্যাচ ড্র করলেও বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দল মানসিক ভাবে অনেকটাই এগিয়ে থাকবে। আর ভারতের পরিস্থিতি উন্নতিতে বড় ভূমিকা নিয়েছে জসপ্রীত বুমরা ও আকাশ দীপ জুটি। এর মাঝে মজাও হয়েছে।
ম্যাচের চতুর্থ দিন ফলো অন এড়ানোর লড়াই ছিল ভারতের। সেই লক্ষ্য পূরণ হতেই প্যাট কামিন্সকে বিশাল ছয় মেরেছিলেন আকাশ দীপ। ভারতের ১১ নম্বর ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বাধিক স্কোরের রেকর্ড আকাশ দীপের। শেষ উইকেটে বুমরার সঙ্গে তাঁর ৪৭ রানের জুটি হয়। আকাশ দীপ করেছেন ৩১ রান। ট্রাভিস হেডের বোলিংয়ে স্টেপ আউট করে বড় শটের চেষ্টায় স্টাম্প হয়েছেন। তার আগে হেডকে বিরক্তও করেছেন আকাশ দীপ।
দিনের দ্বিতীয় ওভার। বোলিং করছিলেন স্পিনার নাথান লিয়ঁ। একটি ডেলিভারি আকাশ দীপের প্যাডে আটকে যায়। শর্ট লেগে ফিল্ডিং করছিলেন হেড। বল আটকে যাওয়ায় হেড এগিয়ে আসেন বল চাইতে। আকাশ দীপ প্যাড থেকে বল বের করলেও হেডের হাতে না ছুড়ে মাটিতেই ফেলেন। ওর মাথায় হয়তো ঘুরছিল, এটা ক্যাচ হবে না তো! বল মাটিতে ফেলায় হেড অবাক এবং বিরক্তও। বুঝতে পারছিলেন না আকাশ দীপ কেন এমন করলেন।
আকাশ দীপ অবশ্য ভুলটা বুঝতে পেরে দ্রুতই সরি-সরি বলেন। এতে যেমন ধারাভাষ্যকাররা হাসিতে ফেটে পড়েন, তেমনই ট্রাভিস হেডও। ব্যাট হাতে অনবদ্য দায়িত্ব পালন করে এমনিতেই অস্ট্রেলিয়ার পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন আকাশ দীপ। নজর থাকবে তাঁর বোলিংয়েও। প্রথম ইনিংসে ১৮৫ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
Don’t think Travis Head loved that 😂#AUSvIND pic.twitter.com/XzR6kIJZu5
— cricket.com.au (@cricketcomau) December 18, 2024