IND vs AUS: ভারতের পেসত্রয়ীর দাপটে এ বার বৃষ্টি চাইছে অস্ট্রেলিয়া!
India vs Australia 3rd Test: দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে উসমান খোয়াজাকে ফিরিয়ে প্রথম ধাক্কা জসপ্রীত বুমরার। সপ্তম ওভারে তাঁর ঝুলিতে মার্নাস লাবুশেনের উইকেট। সিরাজকে প্রথম স্পেলে তিন ওভার বোলিং করান রোহিত। দ্রুতই আক্রমণে আকাশ দীপকে আনেন। তাতেই জোরাল ধাক্কা।
একদিনেই পরিস্থিতি আকাশ-পাতাল বদলে গিয়েছে। আগের দিন ফলো অন এড়াতে লড়ছিল ভারত। ম্যাচের শেষ দিন অবশেষে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৬০ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৮৫ রানের লিড নেয়। তাদের লক্ষ্য ছিল অন্তত ১০-২০ ওভার ব্যাটিং করা। ভারতকে এমন একটা টার্গেট দেওয়া যা তাড়া করার ঝুঁকি নেবে না ভারত। তবে বৃষ্টি বিরতির পর অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু হতেই ভারতের পেস ত্রয়ীর দাপট। যার শুরুটা করেন অবশ্যই জসপ্রীত বুমরা। মাত্র ৩৩ রানেই ৫ উইকেট!
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে উসমান খোয়াজাকে ফিরিয়ে প্রথম ধাক্কা জসপ্রীত বুমরার। সপ্তম ওভারে তাঁর ঝুলিতে মার্নাস লাবুশেনের উইকেট। সিরাজকে প্রথম স্পেলে তিন ওভার বোলিং করান রোহিত। দ্রুতই আক্রমণে আকাশ দীপকে আনেন। তাতেই জোরাল ধাক্কা। ২৫ বল সামলে আকাশ দীপের শিকার নাথান ম্যাকসোয়েনি। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পাওয়া মিচেল মার্শকেও ফেরান। সিরাজকে ফের বোলিংয়ে আনা হলে স্টিভ স্মিথকে লেগ সাইডে ফাঁদে ফেলেন। লেগ সাইডে ঋষভ পন্থের অনবদ্য ক্যাচে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন।
ভারতের কামব্যাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বুমরা ও আকাশ দীপ। ব্যাট হাতে দলের লজ্জা বাঁচানোর পর বল হাতেও দাপট বুমরা-আকাশ দীপের। প্রথম পরিবর্তন হিসেবে আক্রমণে আনা হয় আকাশ দীপকে। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরা মনে করছেন, বুমরার সঙ্গে নতুন বলে আকাশ দীপকে দিয়ে শুরু করালে ভারত আরও লাভবান হবে।
There is simply no stopping Jasprit Bumrah!#AUSvIND pic.twitter.com/rQ5Btkk4Cq
— cricket.com.au (@cricketcomau) December 18, 2024