WAVES Summit 2025 Highlights: AI কি আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করছে? উত্তর মিলল শেখর কাপুর ও বরুণ দাসের আলাপচারিতায়
বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে এল দেশের বিনোদুনিয়ার সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ দিক। আলোচনায় উঠে এল এআই ও তার ভবিষ্যতের কথা।

বরাবরই ভারতীয় সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আরও বেশি জনপ্রিয় করার জন্য এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগেরই বহিঃপ্রকাশ ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে এল দেশের বিনোদুনিয়ার সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ দিক। আলোচনায় উঠে এল এআই ও তার ভবিষ্যতের কথা।
LIVE NEWS & UPDATES
-
যদি কোনও সিনেমার এআই ভার্সান মুক্তি পায়, তাহলে কপি রাইটের কী হবে?
যদি কোনও সিনেমার এআই ভার্সান মুক্তি পায়, তাহলে কপি রাইটের কী হবে? কোনও অভিনেতার এআই ভার্সান তৈরি হয়, তাহলে কী হবে? শেখর কাপুরকে প্রশ্ন বরুণ দাসের।
শেখর জানালেন, বহু অভিনেতা অভিনেত্রী নিজেকে কপি রাইট করেছে। এআই যদি কোনও চরিত্র তৈরি করে তাহলে ক্ষতি কি, ডিজনি তো অনেক আগেই অ্যানিমেশনের হাত ধরে জনপ্রিয় চরিত্রের জন্ম দিয়েছে। আমি অমিতাভ বা শাহরুখ খান তৈরি করতে বলছি না। নতুন একটা চরিত্রের জন্ম হোক। তবে ডিপ ফেক অত্যন্ত নোংরা ব্যবহার এআইয়ের। যেটার নিন্দা করি আমি।
-
এআই নিয়ে যদি ভয় না পেতে হয়, তাহলে হলিউড চিত্রনাট্যকাররা কেন ধর্মঘট ডেকেছিল?
এআই নিয়ে যদি ভয় না পেতে হয়, তাহলে হলিউড চিত্রনাট্যকাররা কেন ধর্মঘট ডেকেছিল? শেখর কাপুরকে প্রশ্ন বরুণ দাসের। শেখর জানালেন, আসলে তাঁরা ভয় পেয়েছিল যে এতদিন যেটা তাঁদের বলা হত, অর্থাৎ আগামী ১০ টা এপিসোড লিখে দিতে, সেটা এআই করছে। কিন্তু এতে কাজ দ্রুত হচ্ছে, তবে প্ল্যানিং, আইডিয়া, গুণগতমান তো আমরাই দিচ্ছি এআইকে।
-
-
মানুষের মস্তিষ্ককে কোনও এআই হারাতে পারবে না
শেখর মনে করেন, মানুষের মস্তিষ্কে যা তৈরি হচ্ছে, তার যা নিজস্বতা রয়েছে তাকে হারাতে পারবে না এআই। শুধু কাজটাকে দ্রুত করছে এআই। আমি চ্য়াট জিপিটির সঙ্গে কথা বলেছি। তাঁকে অন্ধের মতো ফলো করব কিনা, সেটা তো আমার হাতে।
-
এআইয়ের ফলে কি বিনোদুনিয়া নিজস্বতা হারাচ্ছে?
এআইয়ের ফলে কি বিনোদুনিয়া নিজস্বতা হারাচ্ছে? শেখর কাপুরকে প্রশ্ন বরুণ দাস। এর উত্তরে শেখর কাপুর বললেন, এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলব, আমার বাড়ির কুক মিস্টার ইন্ডিয়া ২ ছবির স্ক্রিপ্ট লিখেছে চ্যাট জিপিটি ব্যবহার করে। এই চ্যাট জিপিটি না থাকলে, আমি তো জানতে পারতাম না। আমার রাঁধুনি স্ক্রিপ্ট লিখতে পারে। তাঁর ইচ্ছা রয়েছে।
-
AI কি আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করছে?
ধীরে ধীরে ক্রিয়েটিভ কাজে জায়গা করে নিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। এই এআই কি আসলে আমাদের হাতে তৈরি নতুন ফ্র্যাঙ্কেনস্টাইন? শেখর কাপুরকে প্রশ্ন বরুণ দাসের।
-
-
WAVES-এর মঞ্চে পরিচালক শেখর কাপুর এবং বরুণ দাস
WAVES-এর মঞ্চে বিশেষ আলাপচারিতায় পরিচালক শেখর কাপুর এবং টিভি নেটওর্য়াকের এমডি এবং সিইও বরুণ দাস। আলোচনা হবে সিনেমায় এআই প্রযুক্তির ব্যবহার।
-
মোদীর ডাকে WAVES সম্মেলনে চাঁদের হাট
বৃহস্পতিবার মোদীর এই সম্মেলনে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা ও অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন, শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান, হেমা মালিনী, অনিল কাপুর,আমির খানদের মতো সিনে তারকারা। এই সম্মেলনে নজর কাড়লেন নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালার মতো দক্ষিণী তারকারা।
-
WAVES সম্মেলনে পরিচালক শেখর কাপুরের সঙ্গে আলাপচারিতায় বরুণ দাস
মুম্বইয়ে আয়োজিত WAVES সম্মেলনের মঞ্চে বিকেল ৪ টে থেকে শুরু হবে এই বিশেষ আলাপচারিতা।
Published On - May 01,2025 3:32 PM
