Prabhas: বৃহস্পতিবার রাতে আচমকাই বিড়ম্বনায় প্রভাস, ঘটে গেল এই ঘটনা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 28, 2023 | 10:33 AM

Prabhas: বৃহস্পতিবারের রাত, আচমকাই বিপাকে পড়লেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাঁর লক্ষ লক্ষ অনুরাগী সম্মিলিত ফেসবুক পেজটি পড়ল হ্যাকারদের কবলে।

Prabhas: বৃহস্পতিবার রাতে আচমকাই বিড়ম্বনায় প্রভাস, ঘটে গেল এই ঘটনা!
প্রভাস।

Follow Us

বৃহস্পতিবারের রাত, আচমকাই বিপাকে পড়লেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাঁর লক্ষ লক্ষ অনুরাগী সম্মিলিত ফেসবুক পেজটি পড়ল হ্যাকারদের কবলে। পরপর দু’টি ভিডিয়ো সেখানে পোস্ট করা হয়। যে দুটি ভিডিয়োর সঙ্গে প্রভাসের কাজের কোনও যোগাযোগ নেই। দু’টি ভিডিয়ো হল ‘আনলাকি হিউম্যান’ ও ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। খানিক ঘাবড়েই যান তাঁর অনুরাগীরা। এর পরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আবারও পোস্ট করেন প্রভাস।

তিনি লেখেন, “সবাইকে হ্যালো, আমার ফেসবুক পেজটির সঙ্গে কিছু ঘটেছে। আমার টিম সমস্যা ঠিক করার চেষ্টা করছে।” স্বস্তি পান ভক্তরা। এর কিছু সময় পরেই যদিও তাঁর পেজটি সংরক্ষণ করা সম্ভব হয়। বিগত বেশ কিছু সময় ধরে কেরিয়ার সঙ্গ দিচ্ছে না প্রভাসকে। তাঁর একের পর এক ছবি হচ্ছে ফ্লপ। এর মধ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক মুক্তি ‘আদিপুরুষ’। ছবিতে তাঁর সঙ্গে দেখা হয়েছিল কৃতি শ্যাননকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও যেভাবে রামায়ণের আধুনিকীকরণ হয়েছিল, তা দেখে ধিক্কার করেছিল সিনেপ্রেমীরা। প্রভাসের অভিনয়ও একেবারেইও মনে ধরেনি নেটিজেনদের।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রভাসের আগামী ছবি Kalki 2898 AD- র লুক। ওই ফার্স্টলুকও দর্শকদের খুব একটা পছন্দের হয়নি। তাঁদের একটাই অনুরোধ, “ভিএফএক্সের কেরামতি দেখাতে গিয়ে দয়া করে আর একটা কার্টুন বানিয়ে ফেলবেন না”। ওই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার।

Next Article