‘এ আমার পরম প্রাপ্তি’, অর্পিতার সঙ্গে কাজের অভিজ্ঞাতা ভাগ করে নিলেন পারকশন বাদক প্রীতম

গওহর জানের জীবনকে ভিত্তি করে তৈরি নাটক বহু বছর পর ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’ ২০২১ সাল থেকে থিমেয়ার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। নাম ভূমিকায় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।

'এ আমার পরম প্রাপ্তি', অর্পিতার সঙ্গে কাজের অভিজ্ঞাতা ভাগ করে নিলেন পারকশন বাদক প্রীতম
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 8:49 PM

গওহর জানের জীবনকে ভিত্তি করে তৈরি নাটক বহু বছর পর ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’ ২০২১ সাল থেকে থিমেয়ার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। নাম ভূমিকায় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ২০২২ সালের পর ২ বছরের বিরতি। ২০২৪ সালে নয়া লুকে ফিরল এই নাটক। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে থেকেই চলছে এই নাটকের গ্লোবাল ট্যুর।

‘মাই নেম ইজ জান’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন গুনীজনের মুখে মুখে। মুম্বই, দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরে আয়োজিত হচ্ছে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’-এর শো। আগামী ৬ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই নাটক। এই বার বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে নাটকে। ২০২১ সালে মূলত বাংলাতেই দেখা গিয়েছিল এই নাটকটি। এই বার হিন্দিরও মিশেল দেখা যাবে। ইংরেজি ভাষার কিছু গানও যুক্ত করা হয়েছে।

এই নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে সঙ্গীত। এত বড় আয়োজনের সঙ্গে জড়িয়ে অনেক মানুষ। অর্পিতার এই ‘সোলো ড্রামা’-এ পারকশন বাজান প্রীতম দাস। TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। ‘গওহর’ অর্পিতার সঙ্গে এমন একটি অসাধারণ কাজে যুক্ত হওয়ার অভিজ্ঞতাই ভাগ করে নিলেন তিনি। প্রীতম বললেন, “এ এক অন্যরকমের অভিজ্ঞতা। অর্পিতাদির মাই নেম ইজ জান অন্যান্য থিয়েটারের থেকে একেবারেই আলাদা। আমি একেবারেই নতুন যুক্ত হয়েছি এই টিমে। খুব ভাল লাগছে কাজ করতে। এমন একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব খুশি। দিদির সঙ্গে অদ্ভুত ভাবে মিশে গিয়েছি আমরা। দিদির মতো এমন বড় মাপের শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটাই আমার বড় প্রাপ্তি।”

উল্লেখ্য, কেন ‘গওহর জান’-এর জীবনীই বেছে নিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়? সেই কারণ নিজেই জানিয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্পিতা। “এই বিষয়টি আমি বেছে নিইনি। অবন্তী এবং এই প্রোডাকশনের যিনি সৃজনশীল প্রযোজক তাঁরা দুজনে মিলে ভেবেছিলেন গওহর জানের কথা। মঞ্চে অভিনয় করার ইচ্ছা আমার বরাবরই ছিল। ‘নটীর পূজা’ নাটকটি আমি করেছি স্বপ্নসন্ধানীর সঙ্গে। তার পর মঞ্চে অভিনয় করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। অভিনয়ের একটা অসাধারণ মাধ্যম মঞ্চ। অভিনেত্রী হিসাবে আমার মনে হয় প্রতিটি অভিনেতার একবার মঞ্চে অভিনয় করা উচিত ভাল অভিনেতা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য। তাই ইচ্ছাটা বরাবরই ছিল। তার পরেই অবন্তীর যোগাযোগ হয়। ও বলেছিল,”তুমি তো গানও গাইতে পারো।” তার পরেই নানা আলোচনা চলে এবং তৈরি হয় মাই নেম ইজ জান।”

‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।

আগামীতে কোথায় কোথায় শো–

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা