অক্ষয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জন ছিল, নতুন করে অক্ষয়ের কীসে মুগ্ধ প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে একাধিক নায়কের সঙ্গে প্রেম করায়, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর প্রেমের আলোচনা থেমে যায়। শাহিদ কাপুরের সঙ্গে প্রেম করার সময়ে সেটা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের প্রেম হয়েছে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। তাতে তোলপাড় হয়ে যায় বলিউড। শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধুরা এই আলোচনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও শোনা যায়। যদিও এই বিষয়ে মুখ খোলেননি শাহরুখ বা প্রিয়াঙ্কা।

বলিউডে পা রাখার পরপর প্রিয়াঙ্কা চোপড়া ছবি করেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। অক্ষয়-প্রিয়াঙ্কার সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, পরকীয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে। করণ জোহর তাঁর টক শো-তে অক্ষয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করে বসেন প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা জানান এসব নিয়ে বাইরের মানুষের কাছে জবাবদিহি করার প্রয়োজন অনুভব করছেন না তিনি। করণ সেদিন একটা প্রশ্ন করেননি। ঘুরিয়ে-ফিরিয়ে কথা বের করার চেষ্টা করছিলেন, এই প্রেম কত দূর গড়িয়েছে তা নিয়ে।
তবে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে একাধিক নায়কের সঙ্গে প্রেম করায়, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর প্রেমের আলোচনা থেমে যায়। শাহিদ কাপুরের সঙ্গে প্রেম করার সময়ে সেটা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এরপর প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের প্রেম হয়েছে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। তাতে তোলপাড় হয়ে যায় বলিউড। শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধুরা এই আলোচনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও শোনা যায়। যদিও এই বিষয়ে মুখ খোলেননি শাহরুখ বা প্রিয়াঙ্কা।
এরপর প্রিয়াঙ্কা বিয়ে করেন নিক জোনাসকে। এখন নিকের সঙ্গে তাঁর সুখের সংসার। সম্প্রতি প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছে টম ক্রুজ বা অক্ষয় কুমার যে ধরনের স্টান্ট করেন, সেটা তিনি করতে পারবেন কিনা? প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, ”টম ক্রুজ বা অক্ষয় কুমার যেভাবে নিজেরা স্টান্ট করেন সেটাতে ওঁরা দুর্দান্ত। কিন্তু আমার মধ্যে এই সাহসটা নেই যে লাফ দিয়ে একটা প্লেন ধরে নেব। আমি যদি স্টান্ট করি, সেখানে বিভিন্ন জিনিসের সাহায্য় নিই। সেটাই সিনেমার ম্যাজিক।”
