‘উত্তম-সুচিত্রার কি প্রেম ছিল?’ পাল্টা প্রশ্ন প্রসেনজিত্-ঋতুপর্ণার
ঋতুপর্ণা যোগ করেন, ''পরবর্তী প্রজন্ম যেন এটাই হাতড়ে যায়, ওঁদের মধ্যে কী ছিল!'' এরপর প্রসেনজিত্ বলেন, ''আসলে কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে। সেটাকে ওরকম করে রাখাই ভালো।'' নায়ক-নায়িকার সম্পর্ক ঘিরে যে রহস্য, সেটাও তাঁদের জুটির জন্য টান তৈরি করে। তাই এই মুহূর্তে অনেকেই বড়পর্দায় প্রসেনজিত্-ঋতুপর্ণার অন্যতম হিট ছবি দেখতে ছুটে যাচ্ছেন।

মুক্তি পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। প্রসেনজিত্ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর এই ছবি নতুন করে চর্চায়। গত বছর মুক্তি পেয়েছিল ‘অযোগ্য’। সেই সময়ও জুটি ছিল প্রচারের কেন্দ্রে। শুধু মাত্র বড়পর্দাতেই যে জুটি হিসাবে তাঁরা দারুণ সফল তা নয়। ব্যক্তিগত জীবনে প্রসেনজিত্-ঋতুপর্ণা প্রেম করেছেন কিনা, তা নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
গত বছর একটা সাক্ষাত্কারে প্রসেনজিত্ আর ঋতুপর্ণার কাছে প্রশ্ন ছিল, সাংবাদিকরা কেন ব্যর্থ হন, এই উত্তরটা পেতে যে, প্রসেনজিত্-ঋতুপর্ণার কি প্রেম ছিল বা আছে? এই প্রশ্নটা নায়ক বা নায়িকা কেউই এড়িয়ে যাননি। প্রসেনজিতের উত্তর ছিল, ”আপনি বলতে পারবেন, উত্তম-সুচিত্রার কি প্রেম ছিল? কিছু জিনিস অজানা থাকুক। যখন আমরা থাকব না, তখনও যাতে এই আলোচনাটা চলে।”
ঋতুপর্ণা যোগ করেন, ”পরবর্তী প্রজন্ম যেন এটাই হাতড়ে যায়, ওঁদের মধ্যে কী ছিল!” এরপর প্রসেনজিত্ বলেন, ”আসলে কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে। সেটাকে ওরকম করে রাখাই ভালো।” নায়ক-নায়িকার সম্পর্ক ঘিরে যে রহস্য, সেটাও তাঁদের জুটির জন্য টান তৈরি করে। তাই এই মুহূর্তে অনেকেই বড়পর্দায় প্রসেনজিত্-ঋতুপর্ণার অন্যতম হিট ছবি দেখতে ছুটে যাচ্ছেন।
নায়ক-নায়িকা মান-অভিমানের জন্য ১৪ বছর কাজ করেননি একসঙ্গে। তারপর আবার যে তিনটে ছবি করেছেন সেগুলো হিট। তাঁদের ঘিরে যে প্রশ্ন ঘোরে উত্তম কুমার আর সুচিত্রা সেন সম্পর্কেও অনেক অনুরাগীর মনে সেই প্রশ্ন রয়েছে। কিন্তু উত্তর যে পাওয়া যায় না, তা প্রসেনজিতের কথা থেকেই স্পষ্ট।
