‘সয়ে গিয়েছে, গায়ে মাখি না’, ট্রোলিং প্রসঙ্গে ঝাঁঝালো রচনা
Rachana Banerjee: গত কয়েক মাসে বিভিন্ন কারণে উঠে এসেছে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের নাম। কিছু দিন আগে পর্যন্ত তিনি শুধু 'দিদি নম্বর ১'-এর সঞ্চালক হিসাবে মধ্যবিত্ত বাঙালির ড্রইংরুমে জায়গা করে নিয়েছিলেন। তবে গত কয়েক মাসে তাঁর জীবন অনেকটাই বদলে গিয়েছে। এখন তিনি শুধু রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা বা সিলভার স্ক্রিনের নায়িকা নন।
গত কয়েক মাসে বিভিন্ন কারণে উঠে এসেছে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের নাম। কিছু দিন আগে পর্যন্ত তিনি শুধু ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক হিসাবে মধ্যবিত্ত বাঙালির ড্রইংরুমে জায়গা করে নিয়েছিলেন। তবে গত কয়েক মাসে তাঁর জীবন অনেকটাই বদলে গিয়েছে। এখন তিনি শুধু রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা বা সিলভার স্ক্রিনের নায়িকা নন।
বর্তমানে তিনি তৃণমূল সাংসদও। ভোট প্রচারের সময় বিস্তর বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কয়েক দিন আগে হুগলির বন্যা কবলিত এলাকা পরিদর্শনের যান তিনি। সেখান থেকে ফেরার সময় বেছে বেছে কয়েকটা ওল কিনেছিলেন চাষীদের থেকে। যা নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা। নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছিল নায়িকার সমাজমাধ্যমের পাতা। সম্প্রতি পুজো উদ্বোধনে গিয়ে ট্রোলিং নিয়েই সোজাসাপ্টা জবাব দিলেন নায়িকা।
হুগলির চুঁচুড়ায় পুজো উদ্বোধনে গিয়ে রচনা বললেন, “বলাগড়ের সেই ওল খুবই ভালো ছিল, একটুও গলা ধরেনি।’ তিনি আরও বলেন, ‘গরিব চাষীরা সবজি বিক্রি করছিলেন, চলার পথে দেখেছিলাম, তাই কিনেছিলাম। তবে এটা নিয়েও কম চর্চা হয়নি। যদিও ওসব সয়ে গিয়েছে, গায়ে মাখি না।” যদিও কোনও আলোচনাতেই খুব বেশি মন্তব্য করেন না রচনা। তিনি নিজের কাজ করা নিয়ে বিশ্বাসী। সম্প্রতি জন্মদিন গিয়েছে তাঁর। বিদেশে ছুটিও কাটিয়ে এসেছেন তিনি। রচনার ঘুরতে যাওয়া নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল দর্শক মহলে।