AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লকডাউনে একটি বিশেষ কাজ এগিয়ে রাখছেন রাধিকা আপ্টে?

নাম প্রকাশে অনিচ্ছুক রাধিকার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানান, রাধিকা পড়তে ভালবাসেন। লন্ডনেও দিন রাত পড়াশোনায় ব্যস্ত তিনি।

লকডাউনে একটি বিশেষ কাজ এগিয়ে রাখছেন রাধিকা আপ্টে?
রাধিকা আপ্টে।
| Updated on: May 12, 2021 | 9:05 PM
Share

করোনার হানায় বিপর্যস্ত গোটা দেশ। লকডাউন চলছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিক কাজকর্ম অনেকটাই ব্যাহত হচ্ছে। বেশিরভাগ শুটিংও বন্ধ। কবে ফের শুরু হবে, তা এই মুহূর্তে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। এই পরিস্থিতিতে লন্ডনে রয়েছেন রাধিকা আপ্টে (Radhika Apte)।

রাধিকার স্বামী কর্মসূত্রে লন্ডনে থাকেন। ফলে মু্ম্বইতে কাজের অবসরে তিনি লন্ডনে যান মাঝেমধ্যেই। এই লকডাউনের সময়টা লন্ডনে থাকাই শ্রেয় মনে করেছেন তিনি। তবে শুটিং বন্ধ হলেও নিজেকে নিয়মিত চর্চায় রেখেছেন অভিনেত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক রাধিকার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানান, রাধিকা পড়তে ভালবাসেন। লন্ডনেও দিন রাত পড়াশোনায় ব্যস্ত তিনি। অভিনয়কে ক্ষুরধার করে তোলার জন্য নিয়মিত চর্চায় থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। সে কারণে এই সময়টা কাজে লাগিয়ে বেশ কিছু চিত্রনাট্যও লিখছেন তিনি।

শর্ট ফিল্ম ‘স্লিপওয়াকার্স’-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে রাধিকার। এই ছবিটি ‘দ্য বেস্ট মিডনাইট শর্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে পাল্ম স্প্রিং ইন্টারন্যাশনাল শর্ট ফেস্টিভ্যালে। ভবিষ্যতে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনের কাজেই মন দিতে চান। পাকাপাকি ভাবে পরিচালনা করতে চান। সে কারণেই এই লকডাউনের সময়টা কাজে লাগিয়ে চিত্রনাট্যের কাজ এগিয়ে রাখছেন বলে খবর। যদিও রাধিকা নিজে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন, শুটিং শুরুর আগে ‘খতড়ো কা খিলাড়ি’র প্রতিযোগীরা কী করছেন?