সিনেমা হলে ‘ধূমকেতু’ ঝড়! ছবি রিলিজ হতেই দেব-শুভশ্রীকে নিয়ে কী লিখলেন রাজ?
বৃহস্পতিবার সকাল ৬ থেকেই শহরের নানা সিনেমা হলের সামনে দেশু অনুরাগীদের উন্মাদনা। ১০ বছর সুপারহিট জুটির বাম্পার আগমণ। ধূমকেতু জ্বরে এখন গোটা তিলোত্তমা।

বাংলা সিনেমার ইতিহাসে এ যেন প্রথম, সিনেমা হলে একেবারে সকাল সকাল শো। তবে সকাল হলেও, দেব-শুভশ্রীর অনুরাগীদের কাছে এই যেন ধূমকেতুর দিন। তাই তো বৃহস্পতিবার সকাল ৬ থেকেই শহরের নানা সিনেমা হলের সামনে দেশু অনুরাগীদের উন্মাদনা। ১০ বছর সুপারহিট জুটির বাম্পার আগমণ। ধূমকেতু জ্বরে এখন গোটা তিলোত্তমা। আর এই জ্বরে কাবু আর কেউ নন, শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও।
গত ৪ আগস্ট নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার মঞ্চে ১০ বছর পর সব অভিমান ভুলে পাশাপাশি এসে দাঁড়িয়ে ছিলেন দেব-শুভশ্রী। যা দেখে দর্শকরা ভেসে গিয়েছিলেন পরাণ যায় জ্বলিয়া রে এবং চ্যালেঞ্জ নস্ট্যালজিয়ায়। সেই নস্ট্যালজিয়াকেই উসকে দিয়ে গত বুধবার নৈহাটির বড়মার মন্দিরেও গিয়েছিলেন মেগাস্টার ও লেডিসুপারস্টার জুটি।
শুভশ্রী ও দেবের এই রিইউয়ন নিয়ে সোশাল মিডিয়ায় যেমন প্রশংসার ঝড়। তেমনি রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে টেনে মিমের ঝড়। কিন্তু ওসবে পাত্তা দেননি রাজ ও রুক্মিণী। আর তাই তো ধূমকেতু মুক্তি পেতেই ফেসবুকে উচ্ছ্বসিত হয়ে রাজ লিখলেন, ”এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’ উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী,কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketu মিস করবেন না যেন!”
