পরিবারের আগে কাদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন রানি?

এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকেন না রানি। মেয়ে আদিরার একটা ছবিও আজ পর্যন্ত নিজে শেয়ার করেননি। তাঁর স্বামী প্রযোজক আদিত্য চোপড়াও প্রাইভেট পার্সন। কিন্তু এ বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করবেন রানি।

পরিবারের আগে কাদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন রানি?
রানি মুখোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Mar 19, 2021 | 2:16 PM

জন্মদিন রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) কাছে সব সময়ই স্পেশ্যাল। পরিবার এবং প্রিয়জনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে পছন্দ করেন তিনি। তবে দিনভর সেলিব্রেশনের মধ্যে কিছুটা সময় এ বার অনুরাগীদের জন্যও বের করে রেখেছেন তিনি। আগামী রবিবার রানির জন্মদিন। সে দিন সরাসরি অনুরাগীদের সঙ্গে কথা বলবেন তিনি।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকেন না রানি। মেয়ে আদিরার একটা ছবিও আজ পর্যন্ত নিজে শেয়ার করেননি। তাঁর স্বামী প্রযোজক আদিত্য চোপড়াও প্রাইভেট পার্সন। কিন্তু এ বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করবেন রানি।

বলি সূত্রে খবর, জন্মদিনের দিন যশ রাজ ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অনুরাগীদের সঙ্গে কথা বলবেন রানি। এ প্রসঙ্গে রানি বলেন, “আমি সোশ্যাল মিডিয়াতে নেই। কিন্তু অনুরাগীরা এত বছর ধরে আমাকে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তাঁরা ভালবাসা জানান। এবার তাঁদের সঙ্গে কথা বলতে চাই আমি। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্ষিক এই কথোপকথনের জন্য অপেক্ষা করছি আমি।”

আরও পড়ুন, অর্জুনের শুটিং সেটে হঠাৎ হাজির হল কোন অতিথি?

রানি জানিয়েছেন, অনুরাগীদের ভালবাসা ছাড়া এত বছর ধরে কেরিয়ারে সাফল্য ধরে রাখা তাঁর পক্ষে সম্ভব হত না। সে কারণেই পরিবারকে সময় দেওয়ার আগে, তাঁদের সঙ্গে সেলিব্রেট করার আগে তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলতে চান। এটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন। তাঁর কথায়, “অনুরাগীদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। এ ভাবে আমার মতো করে চেষ্টা করব এ বার।”

আপাতত রানির হাতে রয়েছে ‘বান্টি অউর বাবলি ২’ ছবির কাজ। ২০০৫-এ মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘বান্টি অউর বাবলি’-র সিক্যুয়েল। চিত্রনাট্য পড়ার কাজ চলছে, তবে এর পরে কোন ছবিতে অভিনয় করবেন, তা এখনও ঘোষণা করেননি রানি।

আরও পড়ুন, ‘আমার মিলিন্দকেই চাই’, কেন এবং কখন বলেছিলেন আলিশা?