Rhea Chakraborty: ‘কী ভেবেছিলেন ভয় পেয়েছি?’, অবশেষে কামব্যাক রিয়ার, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 10, 2023 | 2:07 PM

Rhea Chakraborty: ১৪ জুন ২০২০-- মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। আর সেই সঙ্গেই আরও একজনের জীবন কার্যত তছনছ হয়ে যায়। তিনি রিয়া চক্রবর্তী।

Rhea Chakraborty: কী ভেবেছিলেন ভয় পেয়েছি?, অবশেষে কামব্যাক রিয়ার, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া
রিয়া চক্রবর্তী।

Follow Us

১৪ জুন ২০২০– মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। আর সেই সঙ্গেই আরও একজনের জীবন কার্যত তছনছ হয়ে যায়। তিনি রিয়া চক্রবর্তী। মাদক মামলায় জেল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ থেকে শুরু করে তাঁর চরিত্রের কাঁটাছেঁড়া– একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেকে অন্তরালে নিয়ে যান তিনি। এরপর কেটেছে প্রায় তিন বছর। অবশেষে ফিরছেন রিয়া চক্রবর্তী। নতুন কাজে, নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে। জনপ্রিয় শো এমটিভি রোডিজের গ্যাং লিডারের ভূমিকায় থাকবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে প্রোমো। আর প্রোমো সামনে আসতেই ধিক্কার নেটপাড়ায়। অনেকেই লিখেছেন, “একজন হত্যাকারীকে সুযোগ দিলেন?” রিয়া অবশ্য নিরুত্তাপ। তাঁর ‘সোয়াগ’ চুপ করিয়ে দেবে বহু ট্রোলিংকে। রিয়াকে বলতে শোনা যায়,”কী ভেবেছিলেন? আর ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় তো অন্য কেউ পাবে। আমি না”।

রিয়ার এই ‘অ্যাটিটউড’ থেকে কার্যত তাজ্জব সকলেই, কেউ করেছেন প্রশংসা। তিনি যে ওই অন্ধকার সময় পেরিয়ে আবার ফিরছেন, তাতে কিছু খুশি হলেও, ট্রোলের সংখ্যাই বেশি। তবে রিয়া বুঝিয়ে দিয়েছেন, ট্রোলিং দমাতে পারবে না তাঁকে। তিনি অপ্রতিরোধ্য, অন্তত ভিডিয়ো এমনটাই বলছে। প্রসঙ্গত, শুধু কাজ নয়, এই মুহূর্তে রিয়ার মনেও বসন্ত।

বলিউডের গুঞ্জন রিয়া এই মুহূর্তে সিঙ্গল নন। তাঁর প্রেমিকের নাম বান্টি সাজদেহ। কে এই বান্টি? কী তাঁর পরিচয়? কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের ‘ম্যানেজ’ করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন– এ সবই দেখার দায়িত্ব ওই সংস্থার। জানা যাচ্ছে, রিয়াও ছিলেন বান্টির একজন ক্লায়েন্ট। তাঁকেও ‘ম্যানেজ’ করত বান্টির এই সংস্থা। যখন রিয়াকে নিয়ে কাটাছেঁড়া চলেছিল, চলেছিল মিডিয়া ট্রায়াল, তখন অভিনেত্রী নাকি পাশে পেয়েছিলেন বান্টিকে। আর সেই নির্ভরতা থেকেই নাকি প্রেমটা হয়ে গিয়েছে দুজনের। যদিও দুজনেরই কেউই এখনই এই প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ। আপাতত তিনি কাজে ফিরতে চান।