সাপ, ফড়িং, টিকটিকির মাংস খেয়েছেন ঋষি কৌশিক, কী কাণ্ড জানুন
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে এসে অনেক সময়ই মজার কথা জানান অভিনেতা-অভিনেত্রীরা। এমনই একবার রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাঁর সাপ, ফড়িং, টিকটিকি খাওয়ার গল্প তুলে ধরেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। কী-কী মাংস খেয়েছেন ঋষি, তা নিয়ে কথা শুরু হয়েছিল।

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এসে অনেক সময়ই মজার কথা জানান অভিনেতা-অভিনেত্রীরা। এমনই একবার রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাঁর সাপ, ফড়িং, টিকটিকি খাওয়ার গল্প তুলে ধরেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। কী-কী মাংস খেয়েছেন ঋষি, তা নিয়ে কথা শুরু হয়েছিল। ঋষি বলেন, ”কারও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, সেটা আমি আগেই বলে দিচ্ছি। সাপ, ফড়িং, টিকটিকির মাংস খেয়েছি।” ঋষির পাশে তখন দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী। তিনিও যে ঋষির সঙ্গে মেতে উঠেছিলেন এমন মাংস খাওয়ায় সে কথা খোলসা করেছিলেন।
ঋষি কৌশিক জানান, হংকংয়ে গিয়ে টিকটিকির মাংস খেয়েছিলেন তিনি। তাঁদের টিকটিকির মাংস দিয়ে তৈরি স্যুপ খেতে দেওয়া হয়েছিল প্রথমে। সেটা নাকি ওখানে একরকম পথ্য। সরাসরি মাংসটা খেতে বারণ করা হয়েছিল। সেই মাংস নাকি হজম করা কঠিন। তবে ঋষির কথায়, ”আমি মাংসটা খেয়েছিলাম। কারণ হংকং দীঘা বা পুরী নয় যে রোজ ওখানে গিয়ে টিকটিকির মাংস খেতে পারব।” তিনি যে এই অভিজ্ঞতা মনে রেখেছেন, সেটা বোঝা গিয়েছিল অভিনেতার মুখের ভাব থেকেই।
লক্ষণীয় ঋষি কৌশিকের স্ত্রী দেবযানী চক্রবর্তীর সঙ্গে পরবর্তীকালে তাঁর মতবিরোধ হয়। ঋষি-দেবযানী আর একসঙ্গে থাকবেন না, এমন পরিস্থিতি তৈরি হয়। সে কারণেও বিস্তর চর্চা হয়েছে টলিপাড়ায়। বাংলা ধারাবাহিকের এই নায়কের কাজ দেখতে বরাবরই ভীষণ পছন্দ করেন অনুরাগীরা। তবে ঋষি শুধু বাংলায় কাজ না করে হিন্দি ধারাবাহিকে কাজ করা শুরু করেছেন। সেখানেও তিনি সাফল্য পেয়েছেন। আবার কবে বাংলা ধারাবাহিকে কাজ করবেন ঋষি, তা জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
