AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৃষ্ণের পর কর্ণই সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন, স্মৃতিচারণায় দ্রৌপদী

৬৮ বছর বয়সে প্রয়াত 'মহাভারত' ধারাবাহিকের কর্ণ পঙ্কজ ধীর। সেই ধারাবাহিকের দ্রৌপদী রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি পঙ্কজ ধীরের অসুস্থতার বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, বহু বছর আগে পঙ্কজের সঙ্গে দেখা হয়েছিল, তবে মাঝেমধ্যে মেসেজে তাঁদের যোগাযোগ ছিল। অভিনেত্রী রূপা স্মৃতিচারণায় তাঁর সহ-অভিনেতা পঙ্কজ ধীরকে (যিনি কর্ণের ভূমিকায় ছিলেন) শ্রদ্ধা জানালেন এবং তাঁর প্রশংসা করলেন।

কৃষ্ণের পর কর্ণই সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন, স্মৃতিচারণায় দ্রৌপদী
| Edited By: | Updated on: Oct 16, 2025 | 4:54 PM
Share

৬৮ বছর বয়সে প্রয়াত ‘মহাভারত’ ধারাবাহিকের কর্ণ পঙ্কজ ধীর। সেই ধারাবাহিকের দ্রৌপদী রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি পঙ্কজ ধীরের অসুস্থতার বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, বহু বছর আগে পঙ্কজের সঙ্গে দেখা হয়েছিল, তবে মাঝেমধ্যে মেসেজে তাঁদের যোগাযোগ ছিল। অভিনেত্রী রূপা স্মৃতিচারণায় তাঁর সহ-অভিনেতা পঙ্কজ ধীরকে (যিনি কর্ণের ভূমিকায় ছিলেন) শ্রদ্ধা জানালেন এবং তাঁর প্রশংসা করলেন। এক কথোপকথনে রূপা বলেন, “নীতিশ ভরদ্বাজের পর সেটে পঙ্কজ ধীরই ছিলেন সবচেয়ে সুদর্শন পুরুষ।” তিনি আরও যোগ করেন, পঙ্কজ একজন “সংযত স্বভাবের মানুষ” ছিলেন। তাঁর মৃত্যুতে রূপা গভীর শোক প্রকাশ করেছেন।

পঙ্কজ ধীর ৬৮ বছর বয়সে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান। রূপা বলেন, “প্রায় এক বছর আগে মেসেজে তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল। তবে উনি কোনওদিনই তাঁর অসুস্থতার কথা বলেননি।” কথাটা বলতে গিয়ে রূপার কণ্ঠ ভেঙে আসে। তিনি জানান, তাঁদের শেষ দেখা বহু বছর আগে হলেও মাঝে মাঝে টেক্সটে যোগাযোগ ছিল।

মহাভারতের সেটের স্মৃতি রোমন্থন করে রূপা বলেন, “নীতিশ ভরদ্বাজের পর পঙ্কজ ধীরই ছিলেন সবচেয়ে হ্যান্ডসাম। আমি তাঁকে মেসেজে লিখতাম, ‘তুমি আমার সবচেয়ে হ্যান্ডসাম বন্ধু।’ উনি জানতেন, লোকে তাঁকে হ্যান্ডসাম বলত। তবে উনি খুব ভদ্র, নম্র স্বভাবের মানুষ ছিলেন। পুণীত ইসর (দুর্যোধন) আর ফিরোজ খান (অর্জুন) একটু দুষ্টুমি প্রিয় ছিলেন। কিন্তু পঙ্কজ সবসময়েই সংযত ছিলেন।”

পঙ্কজ ধীর বি. আর. চোপড়ার ‘মহাভারত’-এ কর্ণ এবং ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে রাজা শিবদত্তের চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে স্মরণীয়। পঙ্কজ ধীরের শেষকৃত্য বুধবার সন্ধ্যায় পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হয়। সলমন খান, সিদ্ধার্থ মালহোত্রা, আরবাজ খান, পুণীত ইসর এবং মিকা সিং সহ অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। লক্ষণীয় ‘মহাভারত’-এর কৃষ্ণ নীতিশ ভরদ্বাজের সঙ্গে রূপার নিয়মিত যোগাযোগ আছে। নীতিশ শহরে এলেও রূপার সঙ্গে দেখা হয় তাঁর।