সকাল আটটায় দেবকে ফোন, কান্নাকাটি, কী ঘটিয়েছিলেন রুক্মিণী?
লিপাড়ায় প্রযোজক হিসাবে একের পর এক ছবি তৈরি করছেন দেব। এই মুহূর্তে 'প্রজাপতি টু' ছবির শুটিংয়ে লন্ডনে তিনি। তাঁর প্রযোজিত প্রথম ছবি 'ধূমকেতু'। সেই ছবি মুক্তি পাবে ১৪ অগাস্ট। প্রযোজনা শুরুর পর থেকে দেব অনেক মজার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাঁর সঙ্গে নায়িকা-বান্ধবী রুক্মিণী মৈত্রর খুনসুটির গল্পগুলোও নজরকাড়া।

টলিপাড়ায় প্রযোজক হিসাবে একের পর এক ছবি তৈরি করছেন দেব। এই মুহূর্তে ‘প্রজাপতি টু’ ছবির শুটিংয়ে লন্ডনে তিনি। তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘ধূমকেতু’। সেই ছবি মুক্তি পাবে ১৪ অগাস্ট। প্রযোজনা শুরুর পর থেকে দেব অনেক মজার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাঁর সঙ্গে নায়িকা-বান্ধবী রুক্মিণী মৈত্রর খুনসুটির গল্পগুলোও নজরকাড়া। এমনই একটা গল্প সামনে এসেছিল ‘দাদাগিরি’-তে।
দেবের স্বীকারোক্তি, ”সকাল আটটায় ম্য়াডামের ফোন… চিত্কার, চেঁচামেচি, কান্নাকাটি। আমাকে কেউ খাবার দেয়নি। আমি এখনই চকোলেট কেক চাই!” এই কথা শুনে সৌরভ গঙ্গোপাধ্যায়ও অবাক। তিনি আবার মজা করে প্রশ্ন করেন, ”সকাল আটটায়”? তখন রুক্মিণী একটু লজ্জা পেয়ে বলেন, ”আই অ্যাম সরি।” তখন দেব প্রশ্ন করেন, রক্মিণী কি সত্যি সরি বলছেন? তাতে রুক্মিণী মজা করে বলেন, ”আমি বলছি, কীভাবে সরি বলতে হয়, সেটা শেখা উচিত।”
‘চ্যাম্প’, ‘ককপিট’ থেকে ‘কিশমিশ’, দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক ছবি করেছেন রুক্মিণী। কোনও একটা ছবির প্রচারেই তাঁরা উপস্থিত ছিলেন ‘দাদাগিরি’-তে। সেই সময়ে দেব-রুক্মিণীর এই খুনসুটি দর্শকের মন গলিয়ে দিয়েছিল। এই বছর দেবের প্রযোজনা সংস্থার তিনটে ছবি মুক্তি পাবে। ‘ধূমকেতু’-র পর আসবে ‘রঘু ডাকাত’ আর ‘প্রজাপতি টু’। দুর্গাপুজোর ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে ইধিকা পালকে। আর বড়দিনের ছবিতে থাকছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে দেব আবার কবে ছবি করবেন, তার জন্যও অপেক্ষা করছেন অনুরাগীরা। আগামী বছর এরকম কোনও ছবি দেখা যাবে কিনা, নজর সেদিকে।





