AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাইকেল জ্যাকসনের ফ্যান রূপঙ্কর, আর কার গানের অনুরাগী জানেন?

নব্বইয়ের দশকে গানের জগতে আত্মপ্রকাশ রূপঙ্করের। আধুনিক থেকে বাংলা ছবির গানে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। পেয়েছেন জাতীয় পুরস্কার। রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, ভারতীয় রাগ সঙ্গীতের অনুরাগী রূপঙ্কর। রবীন্দ্র সঙ্গীতে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান যেমন প্রিয়, অন্যদিকে রাহুল দেব বর্মনের অনুরাগী তিনি।

মাইকেল জ্যাকসনের ফ্যান রূপঙ্কর, আর কার গানের অনুরাগী জানেন?
| Edited By: | Updated on: Jul 15, 2025 | 7:33 AM
Share

গান-জীবনের ৩০ বছর কাটিয়ে দিলেন রূপঙ্কর বাগচী। দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। আবার মাঝে-মধ্যে এমন কিছু কথা বলেন গায়ক, যার জন্য় বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। এবার শিল্পী গান-জীবনের ৩০ বছর উদযাপনের সিদ্ধান্ত নিলেন। রূপঙ্কর বাগচীর গান জীবনের তিরিশ বছর উদযাপন করবে দ্য ড্রিমার্স, ১৮ জুলাই, জি.ডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬:৩০ টা থেকে।

নব্বইয়ের দশকে গানের জগতে আত্মপ্রকাশ রূপঙ্করের। আধুনিক থেকে বাংলা ছবির গানে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। পেয়েছেন জাতীয় পুরস্কার। রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, ভারতীয় রাগ সঙ্গীতের অনুরাগী রূপঙ্কর। রবীন্দ্র সঙ্গীতে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান যেমন প্রিয়, অন্যদিকে রাহুল দেব বর্মনের অনুরাগী তিনি। ফ্র্যাঙ্ক সিনাট্রা, হ্যারি বেলা ফন্টে, ন্যাট কিং কোল, বিটলস, মাইকেল জ্যাকসনের অনুরাগী এই গায়ক।

গান গাওয়া থেকে সুর করা, লেখা, গানকে সাজিয়ে তোলার ভূমিকাতেও রূপঙ্কর বাগচী সাবলীল। কৃষ্টি পটুয়া নাটকের দলে তিনি প্রধান। নাটকে অভিনয়ের পাশাপাশি করেছেন আবহ নির্মাণ, তৈরি করেছেন গান। ওটিটিতে অভিনয় থেকে বিজ্ঞাপনের গানে রূপঙ্কেরর পথচলাও চর্চিত। এই সপ্তাহের অনুষ্ঠানে আলাপচারিতায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রূপঙ্কর বাগচী জানালেন, “এই অনুষ্ঠানের পরিকল্পনা, পরিবেশনা হবে একদমই অন্যরকম। সচরাচর যে গান গাওয়া হয়ে ওঠে না, সেগুলো গাইব।” রূপঙ্করের অনুরাগীরা এখন মঞ্চে গায়ককে দেখার অপেক্ষায়, তাঁর গান-জীবনের অনেক স্মৃতি জানার অপেক্ষায়। পাশাপাশি বাংলা ছবিতে তাঁর গাওয়া সুপারহিট কিছু গান শোনানোর অনুরোধও পাবেন গায়ক, সেটা আঁচ করা যায়।