আমির, অক্ষয়, সলমনের ছবিকে গোল দিল আহানের ছবি! ‘সাইয়ারা’-র কত কোটি?
বলিউডের রিয়্য়ালিটি চেকের ছবি এটা। এই বছর সলমন খানের ছবি 'সিকন্দর' বক্স অফিসে মোটেই ভালো ফল করতে পারেনি।আবার আমির খানের 'সিতারে জমিন পর' একশো কোটির অঙ্ক ছুঁয়ে ফেললেও, দেশে ২০০ কোটির অঙ্ক ধরাছোঁয়ার বাইরে।

মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবি দেশে ২০০ কোটি ব্যবসার অঙ্ক ছুঁয়ে ফেলল। আহান পাণ্ডে আর অনীত পাড্ডার নতুন ছবিটা নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। ছবি মুক্তি সময়ে সেরকম কোনও প্রচার ছিল না। কিন্তু জেন জিদের দারুণ লাগছে এই ছবি। আবার মাঝে-মাঝে দেখা যাচ্ছে, এই ছবি দেখার পর সিনেমা হলে কোনও দর্শক গড়াগড়ি খাচ্ছেন। কেউ আবার প্রাক্তনের কথা মনে করে কেঁদে ভাসাচ্ছেন।
বলিউডের রিয়্য়ালিটি চেকের ছবি এটা। এই বছর সলমন খানের ছবি ‘সিকন্দর’ বক্স অফিসে মোটেই ভালো ফল করতে পারেনি।আবার আমির খানের ‘সিতারে জমিন পর’ একশো কোটির অঙ্ক ছুঁয়ে ফেললেও, দেশে ২০০ কোটির অঙ্ক ধরাছোঁয়ার বাইরে। সেখানে আহান পাণ্ডের ছবি বক্স অফিসে এমন সুনামি নিয়ে এসেছে যে, শুধু দেশে এই ছবি ৩০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে বলে মনে করছেন বলিউডের তাবড় সিনেমা বিশেষজ্ঞরা।
এই মুহূর্তে ‘সাইয়ারা’ ছবিটার চেয়ে বক্স অফিসে এগিয়ে রয়েছে শুধু ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিটা। কিন্তু এই সপ্তাহান্তে আহানের নতুন ছবি দেখতে ভিড় আরও বাড়তে শুরু করেছে। সেই কারণে মনে করা হচ্ছে আর এক মাসের মধ্যে আহান প্রমাণ করে দেবেন, তিনি বলিউডের অধিকাংশ তাবড় নায়কদের বক্স অফিসে গোল দিতে সক্ষম। ১৪ অগাস্ট অবশ্য় আসছে ‘ওয়ার টু’। সেই ছবি দেখতে দর্শকের ভিড় হবে, আঁচ করা যায়। তার আগে পর্যন্ত দেশে বক্স অফিস শাসন করছে শুধু ‘সাইয়ারা’। রণবীর কাপুর, রণবীর সিং আর ভিকি কৌশলের পর বলিউডে বক্স অফিস শাসন করতে পারেন শুধু আহান পাণ্ডে, এমন চর্চাও শুরু হয়ে গিয়েছে।
