AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরিয়ানের সিরিজ ঘিরে আপত্তি, এবার শাহরুখ-গৌরীর বিরুদ্ধে মামলা করলেন ওয়াংখেড়ে

দিল্লি হাই কোর্টে দায়ের হওয়া এই মামলায় ওয়াংখেড়ে আবেদন করেছেন, যাতে এই সিরিজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও করেছেন তিনি। এখন দেখার, আদালত এই বিষয়ে কী রায় দেয় এবং বলিউডে এর কী প্রভাব পড়ে। যদিও বিষয় নিয়ে এখনও পর্যন্ত রেড চিলিস কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

আরিয়ানের সিরিজ ঘিরে আপত্তি, এবার শাহরুখ-গৌরীর বিরুদ্ধে মামলা করলেন ওয়াংখেড়ে
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 4:50 PM
Share

শাহরুখ খান এবং গৌরী খানের সঙ্গে বিবাদে আরও একবার জড়ালেন সামীর ওয়াংখেড়ে। প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র মুম্বই জোনের প্রধান অফিসার সামীর ওয়াংখেড়ে। দিল্লি হাই কোর্টে দায়ের করা এই মামলায় তিনি ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

কী বিষয় এই মামলা? 

এই মামলার মূল বিষয় হল, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ “The Ba*ds of Bollywood”, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তাঁর মতে, এই ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে।

তাঁর দাবি, সিরিজটির এক দৃশ্যে ‘সত‍্যমেব জয়তে’ সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা তাঁর মতে জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে গুরুতর অপরাধ। এক বিবৃতিতে ওয়াংখেড়ে বলেন, “এই সিরিজের মাধ্যমে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই হয়নি, বরং মাদকবিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিশেষত যখন আমার ও আরিয়ান খানের মামলাগুলি এখনও বিচারাধীন, তখন এই ধরনের কনটেন্ট আইনগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক ও অনুচিত। ক্ষতিপূরণ বাবদ তিনি দাবি করেছেন ২ কোটি টাকা।

“মানহানির ক্ষতিপূরণ ক্যানসার রোগীদের জন্য দান হোক” — দাবি করলেন সামীর ওয়াংখেড়ে। তিনি জানিয়েছেন, আদালত যদি তাঁর পক্ষে রায় দেয়, তাহলে ওই ২ কোটি টাকার ক্ষতিপূরণ তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করবেন । তিনি বলেন, “এই অফিসাররা নিজেদের জীবনকে বিপন্ন করে সমাজকে রক্ষা করেন। তাঁদের নিয়ে এমন উপহাস মেনে নেওয়া যায় না।”

দিল্লি হাই কোর্টে দায়ের হওয়া এই মামলায় ওয়াংখেড়ে আবেদন করেছেন, যাতে এই সিরিজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও করেছেন তিনি। এখন দেখার, আদালত এই বিষয়ে কী রায় দেয় এবং বলিউডে এর কী প্রভাব পড়ে। যদিও বিষয় নিয়ে এখনও পর্যন্ত রেড চিলিস কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।