গোলাপি ড্রেস পরে রয়েছেন তিনি। সাধারণত নার্সরা এই ধরনের পোশাক পরেন। ঠোঁটে লিপস্টিক। চোখে কাজল, মাসকারার সাজ। মাথায় উইগ পরানো হচ্ছে তাঁকে। তিনি অর্থাৎ বরুণ (varun dhawan), থুড়ি ‘বরুণা’ ধাওয়ান। অভিনেতার এই নতুন পরিচয় প্রকাশ্যে নিয়ে এলেন সারা আলি খান (sara ali khan)!
বোঝা যাচ্ছে, শুটিংয়ের আগে মেকআপ করছেন বরুণ। আর সেখান থেকেই এই ছোট্ট ভিডিওটি তৈরি করেছেন সারা। নায়িকা ক্যাপশনে লিখেছেন, সব থেকে হট নার্সের সঙ্গে আালাপ করুন।
সদ্য মুক্তি পেয়েছে ‘কুলি নম্বর ওয়ান’-এর ট্রেলার। ডেভিড ধাওয়ান পরিচালিত আসন্ন এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এই ভিডিওটি সেই ছবিরই বিহাইন্ড দ্য সিন বলে মনে করছেন অনুরাগীরা। যদিও সারা এ বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কিছু বলেননি। ট্রেলার দেখার পর বাবা কী বলবেন, এ নিয়ে বেশ টেনশনে ছিলেন সারা। অবশেষে ভাল সার্টিফিকেটই দিয়েছেন সইফ।
আরও পড়ুন, “অতিমারির আবহে ভার্চুয়াল প্রোমোশন সব সময়ই চ্যালেঞ্জিং”
‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে অভিনয় করতে রাজি হওয়ার কারণ হিসেবে সারা জানিয়েছিলেন, প্রথম কারণ পরিচালক স্বয়ং। ডেভিডের সঙ্গে বহুদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। আর তাছাড়াও গল্প যেভাবে ভেবেছেন ডেভিড, যেভাবে চিত্রনাট্য সাজিয়েছেন, সেখানে পারফর্ম করার সুযোগ রয়েছে বলে মনে হয়েছিল সারার। সে কারণেই এই ছবির অংশ হতে চেয়েছিলেন তিনি। করোনা পরিস্থিতি না এলে হয়তো আরও আগেই মুক্তি পেত এই ছবি। এবার সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন, প্রেগন্যান্সির শেষ পর্যায় চলছে, কেমন আছেন অনুষ্কা শর্মা?