প্রেমদিবসে যুগল দেখলেই নীল-সাদা চটিপেটার নিদান সায়ন্তিকার!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 08, 2024 | 7:59 PM

Sayantka Banerjee: সায়ন্তিকা একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে ১৪ ফেব্রুয়ারির দিন সায়ন্তিকা নিজের প্ল্যান শেয়ার করেছেন। এক যুগল বসে রয়েছে।

প্রেমদিবসে যুগল দেখলেই নীল-সাদা চটিপেটার নিদান সায়ন্তিকার!
সায়ন্তিকা

Follow Us

 

ভ্যালেন্টাইন ডে কিংবা প্রেম দিবস, ভারতীয় সংস্কৃতি নয়– পশ্চিমি সংস্কৃতি ভারতে প্রবেশ করে দেশের সভ্যতাকে নষ্ট করে দিচ্ছে– বজরং দলের এই দাবি চিরকালের। এবার কি সেই পথেই হাঁটছেন অভিনেত্রী-রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়? ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহও। এরই মধ্যে এ কী ছবি দিলেন তিনি?

সায়ন্তিকা একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে ১৪ ফেব্রুয়ারির দিন সায়ন্তিকা নিজের প্ল্যান শেয়ার করেছেন। এক যুগল বসে রয়েছে। তার পিছনেই বসে এক ব্যক্তি, হাতে নীল-সাদা চটি। সে একাকী। তার পাশে নেই কেউই। সায়ন্তিকা ক্যাপশনে লিখেছেন, ‘ভীষণ পরিষ্কার পয়েন্ট অব ভিউ’। এর পরেই নেটিজেনরা বিরক্ত। নানা ধরনের প্রশ্ন তুলেছেন তাঁরা। একজন লিখেছেন, “আপনি কী করবেন? বজরং দলের মতো যুগল দেখলেই চটিপেটা করবেন?” আর একজনের প্রশ্ন, “হাতে নীল সাদা চটিই কেন? আপনি কি কিছু ইঙ্গিত দিতে চাইলেন? নিজের রাজনৈতিক দলের হয়ে বার্তা দিতে চাইলেন?” যদিও সায়ন্তিকা ভক্তদের দাবি, নেহাতই মজার ছলে ওই মিম শেয়ার করেছেন সায়ন্তিকা। কোনও বার্তা দিতে চাননি। এখন তিনি পুরোদস্তুর সিঙ্গল। সে কারণেই এই মজার ছবি শেয়ার করেছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতা করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে পরাস্ত হলেও রাজনীতির ময়দান ছেড়ে চলে যাননি। দলের নানা কর্মসূচীতে দেখা যায় তাঁকে। তাই তিনি ‘মজা’ করলেও অনেকেরই বক্তব্য এই ধরনের কথা বলা তাঁর মোটেও উচিৎ হয়নি।

Next Article