শাহরুখ খান। বলিউডের কিং খান তিনি। ৬০-এর দরজায় এসেও যে এভাবে লড়াই করা যায়, এভাবে বক্স অফিসে রাজত্ব করা যায়, তা অনেকেই মেনে বুঝে উঠতে পারেননি। মাঝে বেশ কিছু বছরের বিরতী। তারপর শাহরুখ খানকে নিয়ে চর্চা তুঙ্গে। এক নয়, পর পরতিন ছবি ছিল ২০২৩ সালের ঝুলিতে। যার মধ্যে দুটো ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে যায়। যদিও বছরের তৃতীয় ছবি ডানকি সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি। শাহরুখ খানকে যে দর্শকেরা এই বয়সেও রোম্যান্স, ফাইট ও অ্যাকশনেই দেখতে চান, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় তাঁর প্রতিটা সংলাপ। সেই জায়গায় দাঁড়িয়ে ৬৯ তম ফিল্ম ফেয়ার পুরস্কার মঞ্চে এবার অন্য ছবি ধরা পড়ল। পুরস্কার পেলেন না শাহরুখ খান, বরং সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ ছবির জন্য তিনি নিয়ে গেলেন সেরা অভিনেতার পুরস্কার।
এরপর থেকেই এক শ্রেণি ট্রোল করতে শুরু করেন শাহরুখ খানকে। এক ভাল আয় করার পরও রণবীর কাপুরের মুখে দাঁড়িয়ে হারতে হল তাঁকে। এবার তারই উত্তর দিতে মাঠে নামলেন শাহরুখ খানের ভক্তরা। তিনি প্রথম থেকেই যে এই পুরস্কারের বিরুদ্ধে, তা স্পষ্ট করে দিলেন তাঁরা। শাহরুখ খান যে অ্যাওয়ার্ডের প্রত্যাশা করেন না, তাও একপ্রকার স্পষ্ট হয়ে গেল।
করণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন শাহরুখ খান। যেখানে তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন- অ্যাওয়ার্ড আমার যোগ্য নয়, অর্থাৎ তিনি পুরস্কারের প্রত্যাশাই করেন না। বহুবছর ধরেই তিনি বিভিন্ন পুরস্কার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। একটা সময় পর্যন্ত তাঁকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। তবে শাহরুখ খান যে সত্যি পুরস্কারের তালিকায় নিজের নাম থাকা নিয়ে খুব একটা বিচলিত নন, তা একপ্রকার স্পষ্ট করে আরও একবার বুঝিয়ে দিলেন তাঁর ভক্তরা।