‘গৌরী যখন পোশাক পরিবর্তন করে আমি তখন…’, নিজের কোন স্বভাব খোলসা করেন শাহরুখ
Relationship Gossip: তিন সন্তান আর স্ত্রী, শাহরুখ খানের কাছে এটাই জগত, আর তাঁর অনুরাগীরা তাঁর কাছে আশীর্বাদ বলেই দাবি করেন কিং খান। লাখ লাখ যাঁর মহিলা ভক্ত। সকলেই এক কথায় মন দিয়েছেন কিং খানকে। এর পিছনে থাকা রহস্য কি কেবলই দুই হাত খুলে আইকনিক পোজ়!
শাহরুখ খান ও গৌরী খান, বলিউডের আদর্শ জুটি। যাঁদের নিয়ে শত জল্পনা বলিউডের অন্দরমহলে মাথাচাড়া দিয়ে উঠলেও তাঁদের সম্পর্কে বিন্দুমাত্র আঁচর পড়েনি। এসেছে পরকীয়ার হাতছানি, এসেছে প্রতারণার জল্পনাও, তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি কিং খানের পরিবারের সদস্যরা। আজও তাই তিনি সকলের মনের মানুষ। যাঁর কাছে পরিবার সকলের আগে। পরিবারের জন্য যিনি সবকিছু করতে রাজি। তিন সন্তান আর স্ত্রী, শাহরুখ খানের কাছে এটাই জগত, আর তাঁর অনুরাগীরা তাঁর কাছে আশীর্বাদ বলেই দাবি করেন কিং খান। লাখ লাখ যাঁর মহিলা ভক্ত। সকলেই এক কথায় মন দিয়েছেন কিং খানকে। এর পিছনে থাকা রহস্য কি কেবলই দুই হাত খুলে আইকনিক পোজ়!
একেবারেই নয়। এই প্রসঙ্গে শাহরুখ খানকে প্রশ্ন করা হলে, তিনি বারবার একই উত্তর দিয়েছেন, মহিলাদের প্রতি সম্মান শ্রদ্ধা। তিনি মনে করেন নারীদের কাছে এটাই পরম পাওয়া। তিনিও তাই অন্দরমহল কিংবা বাইরের জগতে মহিলাদের সমানভাবে সম্মান করে চলেন। এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় শাহরুখকে। তিনি বলেন, “আমি কখনই আমার স্ত্রীর ব্যগ স্পর্শ করি না। ও যখন পোশাক পরিবর্তন করে আমি দরজায় টোকা দিয়েই ঢুকি। আমি সুহানার ঘরেও টোকা দিয়ে আর পর প্রবেশ করি। ওরা জানে এটা আমি, তাও আমি কখনই কারও স্পেস নষ্ট করি না।”
শাহরুখ খানকে যে কোনও অনুষ্ঠানেও দেখা যায় বিভিন্ন সহঅভিনেত্রীদের শাড়ির আঁচল ধরে হাঁটতে, ব্যগ ধরে নিতে, প্রপ ধরে নিতে। তিনি বরাবর চেষ্টা করেন, তাঁর আশে পাশে থাকা নারীদের যেন কোনও সমস্যা না হয়। তিনি যথাসম্ভব সেই সাহায্যটুকু করে এসেছেন, সে ক্যামেরার সামনে হোক কিংবা পিছনে।