Bollywood Secret: অমিতাভ থেকে শাহরুখ, প্রথম ছবি করতে কত টাকা পেয়েছেন জানলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 07, 2022 | 8:15 AM

Unknown Facts: বর্তমানে কারুর সম্পত্তি ৩০০ কোটি, কারুর ৭০০০ কোটি, তবে কেরিয়ারের শুরুতেই এই অঙ্কটা ছিল সম্পূর্ণ উল্টো।

1 / 6
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।

2 / 6
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলেরই জানা। জয়া বচ্চনকে ভালবেসে বিয়ে করেছিলেন অমিতাভ। যখন অমিতাভের পাশে কেউ ছিলেন না তখন ঢাল হয়ে দাঁড়াতেন জয়া বচ্চন।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলেরই জানা। জয়া বচ্চনকে ভালবেসে বিয়ে করেছিলেন অমিতাভ। যখন অমিতাভের পাশে কেউ ছিলেন না তখন ঢাল হয়ে দাঁড়াতেন জয়া বচ্চন।

3 / 6
সলমন খান- সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে ৪০ কোটির ওপর টাকা নিয়ে থাকেন। তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।

সলমন খান- সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে ৪০ কোটির ওপর টাকা নিয়ে থাকেন। তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।

4 / 6
আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

5 / 6
হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

6 / 6
অক্ষয় কুমার- প্রথম ছবি করে অক্ষয় কুমার আয় করেছিলেন মাত্র ৫০০০ টাকা। এখন এক একটি ছবি করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। যদিও বর্তমানে কমেছে তাঁর বক্স অফিসে আয়ের অঙ্ক।

অক্ষয় কুমার- প্রথম ছবি করে অক্ষয় কুমার আয় করেছিলেন মাত্র ৫০০০ টাকা। এখন এক একটি ছবি করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। যদিও বর্তমানে কমেছে তাঁর বক্স অফিসে আয়ের অঙ্ক।

Next Photo Gallery