এপ্রিলেই শাহরুখের সঙ্গে হাতাহাতিতে জড়াবেন জন আব্রাহাম

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 31, 2021 | 8:57 PM

শাহরুখ খান এবং জন আব্রাহাম ছাড়াও অ্যাকশন প্যাকড স্পাই থ্রিলারের বিদেশ শুটিংয়ে অংশ হতে চলেছেন দীপিকাও।

এপ্রিলেই শাহরুখের সঙ্গে হাতাহাতিতে জড়াবেন জন আব্রাহাম
জন-শাহরুখ।

Follow Us

গত নভেম্বর থেকে কিং খান শুরু করেছেন শুটিং। মুম্বইয়ের যশ রাজ ফিল্মসের স্টুডিয়োয় শুরু হয়েছে সিদ্ধার্থ আনন্দের থ্রিলার ‘পাঠান’এর কাজ। সেই একই মাসে ছবির মুখ্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও যোগ দিয়েচেন শুটিং ফ্লোরে। গত চার মাস ধরে একসঙ্গে শুটিং করছিলেন ‘ওম’ এবং ‘শান্তিপ্রিয়া’। তবে মাঝে ‘ভাইজান’ সলমন খান ফেব্রুয়ারি মাসে দশ দিনের শাহরুখের সঙ্গে শুটিং ফ্লোর শেয়ারও করেন।

 

 

 

 

এই গোটা শিডিউলে ছবির ভিলেন অর্থাৎ জন আব্রহাম ছিলেন মিসিং। পাইপলাইনে একের পর এক ছবি নিয়ে ব্যস্ত ছিলেন জন। তিন-তিনটে ছবির শুটিং শেষ করলেন তিনি—‘সত্যামেব জয়তে-২’, ‘অ্যাটাক’ এবং ‘এক ভিলেন রিটার্ন্স’।

 

আরও পড়ুন মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে কোভিডে আক্রান্ত ‘বার্থ ডে গার্ল’ ঐন্দ্রিলা

 

সূত্রের খবর এবার জন আব্রাহাম একেবারে ঝাড়া হাত-পায়ে ফিরতে চলেছেন ‘পাঠান’-এর শুটিং ফ্লোরে। “২রা এপ্রিল, জন আব্রাহাম এবং শাহরুখ খানের মধ্যে রয়্যাল যুদ্ধ শুরু হতে চলেছে। স্টুডিয়োতে সংক্ষিপ্ত শুটিং শেষ করে এক ম্যারাথন শুটিং শুরু হবে বিদেশে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মে মাসের মধ্যে রাশিয়ায় শুটিং শেষ করতে হবে। শাহরুখ খান এবং জন আব্রাহাম ছাড়াও অ্যাকশন প্যাকড স্পাই থ্রিলারের বিদেশ শুটিংয়ে অংশ হতে চলেছেন দীপিকাও। বিদেশের শুটিংয়ের প্রস্তুতি কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী দু’মাস ধরে, জন এবং এসআরকে নন-স্টপ অ্যাকশনের দৃশ্য শুটিং হবে, ” জানায় ফিল্ম টিমের ঘনিশ্ট এক সূত্র।

 

 

শোনা যাচ্ছে, ৫ এপ্রিলের পরে দীপিকা পাডুকোন ‘পাঠান’ টিমের সঙ্গে যোগ দিতে চলেছেন। শুটিং চলবে জুনের শেষ অবধি। তারপর আদিত্য চোপড়ার প্রযোজিত এই মেগা বাজেট অ্যাকশনের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। ২০২২ সালের প্রথম দিকে ছবি মুক্তির তারিখ ঠিক করা হবে বলে খবর।

Next Article