মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে কোভিডে আক্রান্ত ‘বার্থ ডে গার্ল’ ঐন্দ্রিলা
মলদ্বীপের নীল জলের ছবি পোস্ট করেছেন নিয়মিত। কিন্তু জন্মদিনে দুৃঃসংবাদ পেয়ে মন খারাপ ঐন্দ্রিলার।
বসন্তের প্রেম আর জন্মদিনের আনন্দ ম-ম করছিল মলদ্বীপের নীল জলে। তার প্রমাণও মিলেছে টলিউডের হট কাপলের সোশ্যাল পোস্টে। কথা হচ্ছিল অঙ্কুশ এবং ঐন্দ্রিলার। বুধবার গভীর রাতেই অঙ্কুশ ঐন্দ্রিলার জন্মদিন উপলক্ষে ছবি পোস্ট করেন। মালদ্বীপের বিচে প্রেমিকাকে জাপটে ধরে আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন অঙ্কুশ। সবই ঠিকঠাক ছিল। আদ্যপান্ত আলোচনা কেন্দ্রে থাকা অঙ্কুশ-ঐন্দ্রিলার বিদেশযাপনে নিখাদ ছন্দপতন। সৌজন্যো কোভিড-১৯।
আরও পড়ুন ‘চলি চলি’ গান গেয়ে কোথায় যাবেন ‘কন্ট্রোভার্সিয়াল কুইন’ কঙ্গনা?
View this post on Instagram
মলদ্বীপ ট্রিপে গিয়ে কোভিডে আক্রান্ত ঐন্দ্রিলা সেন। Tv9 বাংলা থেকে তাঁকে ফোনে ধরা হলে তিনি বলেন, “আমার কোভিডের কোনও উপসর্গ নেই, আমি ঠিক আছি। শুধু রিপোর্ট পজিটিভ এসেছে। তা-ই অবাক হচ্ছি” ঐন্দ্রিলা কোভিডে আক্রান্ত হলেও আশ্চর্যজনকভাবে অঙ্কুশের কোভিড টেস্ট নেগেটিভ আসে। এ কারণেই অবাক ঐন্দ্রিলা। রিসোর্টে আইসোলেশনে রয়েছেন।
View this post on Instagram
ঠিক ছিল জন্মদিন কলকাতাতে মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবেন অভিনেত্রী। তবে তা আর হয়ে ওঠেনি। ২৬ মার্চ ফেরার কথাও ছিল শহরে। কিন্তু তার আগেই কোভিডে আক্রান্ত হন অভিনেত্রী। তবে অঙ্কুশ তাঁর মন ভাল করার চেষ্টা চালিয়েছেন, ঐন্দ্রিলার জন্য বার্থ-ডে কেক অর্ডার দিয়েছেন অঙ্কুশ। এবং সেই কেক কেটে বার্থডে সেলিব্রেটও করেছেন অভিনেত্রী।