‘চলি চলি’ গান গেয়ে কোথায় যাবেন ‘কন্ট্রোভার্সিয়াল কুইন’ কঙ্গনা?
আগামী শুক্রবারই যেতে হবে কঙ্গনাকে। পরনে গোলাপী শাড়ি, ভেজা চুল, আর কোমরে হাত কঙ্গনার।
২৩ মার্চের পর থেকে কঙ্গনা রাণাওয়াতের ফ্যানকূল আরও উচ্ছ্বসিত। ‘থালাইভি’র ট্রেলারে জয়ললিতা ‘কঙ্গনা’কে দেখে উন্মাদনার মাত্রা ছাপিয়েছে কয়েক গুণ। দর্শক থেকে সমালোচক— কঙ্গনার ‘থালাইভি’র লুক প্রশংসা কুড়িয়েছে। কঙ্গনার ছবি নিয়ে উচ্ছ্বাসের পারদ বেড়ে গেল তাঁর নতুন পোস্টে।
আরও পড়ুন চলতি বছরে কেন এত ব্যস্ত হুমা কুরেশি?
তিনি ঘোষণা করলেন যে ছবির প্রথম গান ‘চলি চলি’ আগামী ২ মার্চ রিলিজ হতে চলেছে। তাঁর সোশ্যাল পোস্টে গানটির এক দৃশ্যের ছবি পোস্ট করেন কঙ্গনা। ভেজা চুলে গোলাপি শাড়ি পরনে দেখা যাচ্ছে ইয়ং ‘থালাইভি’কে। ব্যাকগ্রাউন্ডে ঝর্নার জল পড়ছে উপচে। এক হাত কোমরে, আরেক হাত তুলে একেবাবারে নাচের পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। গানটি আগামী শুক্রবার মুক্তি পেলেও, টিজারটি লঞ্চ হবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার।
ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘আপনাদের কণ্ঠস্বর শোনা হয়েছে এবং আমাদের কাছে তার রায় আছে! আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি # থালাইভির প্রথম গান ‘চলি চলি’, ২রা এপ্রিল প্রকাশ পাবে। আগামীকাল রিলিজ হবে টিজার!’
View this post on Instagram
রাজনীতির জগতের স্বনামধন্য নেত্রী এবং অভিনেত্রী জয়ললিতার জীবন যাত্রার গল্প উঠে আসবে পর্দায়। ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। ‘থালাইভি’-র জন্য পরিচালক এ.এল বিজয়ের প্রথম পছন্দ নাকি কঙ্গনা ছিলেন না! নায়িকা নিজেই শেয়ার করেন সেই তথ্য। কঙ্গনা বলেন, “তামিল ভাষাটা বেশ কঠিন। অনেকটা সংস্কৃতের মতো। প্রথম দিকে আমার উচ্চারণ একেবারেই ঠিক ছিল না। ছবিটা আমি করলাম ঠিকই। কিন্তু বিজয় (পরিচালক) মনে হয় না, আমার উচ্চারণ নিয়ে খুশি। অডিশন দেওয়ার পর বার বার উচ্চারণের উপর জোর দিয়েছিল ও। আমি পারিনি। ফলে প্রথমে বাদ দিয়ে দিয়েছিল।”
ছবিতে কঙ্গনা ছাড়াও এমজিআর-এর চরিত্রে রয়েছেন অভিনেতা অরবিন্দ স্বামী। এছাড়াও ছবিতে ভাগ্যশ্রী, মধু, যিশু সেনগুপ্ত, প্রকাশ রাজ প্রমুখ অভিনয় করেছেন। হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে ‘থালাইভি’।