AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: পায়ে চটি, নারকেল ভাঙতে এগিয়ে এলেন শেহনাজ, ভিডিয়ো দেখেই রেগে আগুন নেটদুনিয়া

Shenaaz Gill: নেট দুনিয়ার মন্তব্য শেহনাজের মধ্যে থেকে কোমলতা যেন উধাও। কোথাও গিয়ে যেন সলমনের সঙ্গে ঈদের পার্টিতে ঘনিষ্ঠতাও মেনে নিতে পারেননি সেলেবমহল।

Viral Video: পায়ে চটি, নারকেল ভাঙতে এগিয়ে এলেন শেহনাজ, ভিডিয়ো দেখেই রেগে আগুন নেটদুনিয়া
| Edited By: | Updated on: May 30, 2022 | 3:28 PM
Share

শেহনাজ গিল, বিগ বসের ঘর থেকেই যাঁর দাপট সিনে দুনিয়ায় লক্ষ্য করেছে সকলেই। টিআরপি-র তুঙ্গে থাকা সেলেব বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ার প্রতিটা আপডেটে থাকে ভক্তদের কড়া নজর। সম্পর্ক থেকে শুরু করে ফিটনেস, লুক, ফোটোশুট, কিংবা বলিউডে ডেবিউ, প্রতিটা পদক্ষেপে শেহনাজ গিল সার্ভে লেন্সের আওতায়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থাকেন শেহনাজ। তাঁর প্রতিটা পোস্ট ভরে ওঠে লাইক থেকে কমেন্টে। কঠিন বাস্তবের যন্ত্রণা বুকে চেপে রেখে শেহনাজ ধীরে ধীরে নিজের লক্ষ্য স্থির করে ছন্দে ফেরার চেষ্টায় এখন মরিয়া। বিগ বসের ঘরে তাঁর সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক ভক্তদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নেয়।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তাঁদের খুনসুটি থেকে শুরু করে সম্পর্কের গভীরতা, কোনও কিছুই নজর এড়ায়নি কারুর, সেই জুটির পথচলা যে এতটাই সীমিত হবে, তা কার জানা ছিল! সিদ্ধার্থের হঠাৎ প্রয়াণ সকলের মন ভেঙে দিয়েছিল রাতারাতি। তবে থেকেই শেহনাজ সকলের খুব আদরের। আগলে রাখার মত সিনে দুনিয়ার সকলেই তাঁকে ভালবাসে। কিছু দিনের মধ্যেই পরিস্থিতি সামলে নিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। ফোটোশুট থেকে শুরু করে সলমন খানের সঙ্গে বলিউড ডেবিউ, তবে দিন দিন যেন সকলের চোখে বেশ অচেনা হয়ে উঠছেন শেহনাজ গিল।

নেট দুনিয়ার মন্তব্য শেহনাজের মধ্যে থেকে কোমলতা যেন উধাও। কোথাও গিয়ে যেন সলমনের সঙ্গে ঈদের পার্টিতে ঘনিষ্ঠতাও মেনে নিতে পারেননি সেলেবমহল। তা নিয়ে রীতিমত জল্পনা উঠেছিল তুঙ্গে। সিদ্ধার্থকে ভুলে এবার তিনি ঝড়ের গতিতে হয়ে উঠেছেন ভাইরাল! সেই বিতর্কও এখন অতীত, এবার যা করলেন শেহনাজ, তা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে, ছেড়ে কথা বলতে নারাজ নেট দুনিয়া। পায়ে চটি পরে এ কী কাণ্ড ঘটালেন শেহনাজ গিল!

নারকেল ভেঙেই কোনও শুভ কাজ শুরু করা হয়। পাশাপাশি পুজোর শেষেও নারকেল ভাঙা হয়ে থাকে, তাও রীতি অনুযায়ী শুভ। তবে পায়ে চটি থাকা কালিন কেন এই কাজ করলেন শেহনাজ তারই উত্তর খুঁজে বেড়াচ্ছে নেট দুনিয়া। প্রতিটা মুহূর্তে শিশু সুলভ আচরণ মেনে নিতে নারাজ নেটিজ়েনরা। তাই এবার ট্রোলের শিকার হলেন শেহনাজ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো নেট দুনিয়ায়া।