মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল, নিজেই সুখবর শেয়ার করলেন
শ্রেয়ার কথায়, ‘আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই উত্তেজনা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’
মা (celeb mom) হতে চলেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শ্রেয়া এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের ঘরে আসছে নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করেছেন শ্রেয়া স্বয়ং।
নিজের বেবি বাম্পের ছবি টুইট করেছেন শ্রেয়া। তাঁর এবং শিলাদিত্যের নাম মিলিয়ে শ্রেয়াদিত্য হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে।’
শ্রেয়ার কথায়, ‘আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই উত্তেজনা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’
Baby #Shreyaditya is on its way!@shiladitya and me are thrilled to share this news with you all. Need all your love and blessings as we prepare ourselves for this new chapter in our lives. pic.twitter.com/oZ6c6fnR6Z
— Shreya Ghoshal (@shreyaghoshal) March 4, 2021
শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া।
এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নেবেন শ্রেয়া। স্বভাবতই খুশি তিনি। কিন্তু এ বার ব্যক্তিজীবনের ততটুকুউ প্রকাশ পেল, যতটুকু শ্রেয়া চাইলেন। সন্তান আগমনের খবরও হয়তো এ ভাবেই দেবেন তিনি। আপাতত এই সুখবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। তালিকায় রয়েছেন তাঁর গানের সতীর্থরাও।
আরও পড়ুন, ‘নির্লজ্জ ভাবে মেরুকরণ করছে’, টুইটে গেরুয়া শিবিরের সমালোচনায় নুসরত