বরফ গলল! নেহার সুরেই সুর মেলালেন অভিজিত্, বিয়েবাড়িতে গান গাইবেন গায়ক?
কয়েক মাস আগের কথা। বিতর্কে জড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী অভিজিত্ ভট্টাচার্য। ঝামেলায় জড়িয়েছিলেন গায়িকা নেহা কক্করের সঙ্গে। এক রিয়ালিটি শো’র মঞ্চে বিয়েবাড়িতে গাওয়া ঠিক নাকি ভুল সে নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই অভিজিতের উপর মারাত্মক রেগে যান নেহা। তার পর সেই জল গড়িয়েছিল অনেক দূর।
কয়েক মাস আগের কথা। বিতর্কে জড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী অভিজিত্ ভট্টাচার্য। ঝামেলায় জড়িয়েছিলেন গায়িকা নেহা কক্করের সঙ্গে। এক রিয়ালিটি শো’র মঞ্চে বিয়েবাড়িতে গাওয়া ঠিক নাকি ভুল সে নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই অভিজিতের উপর মারাত্মক রেগে যান নেহা। তার পর সেই জল গড়িয়েছিল অনেক দূর। আবারও রিয়্যালিটি শো-এর মঞ্চে উঠে এল অভিজিতের সেই বিতর্কিত বিষয়। মানসী ঘোষ রিয়্যালিটি শো-এর প্রতিযোগী মানসী ঘোষ অভিজিতকে তাঁর বিয়ে বাড়িতে গান না করা নিয়ে প্রশ্ন করে বসেন। না তবে এ বার আর রাগ করেননি গায়ক। উল্টে বলেন, “তোমরা সবাই আমাকে আর কত বকা দেবে? আমি তোমাকে একটা সত্যি কথা বলি, আমি আমার নিজের বিয়েতেও গান গাইনি কারণ পরিবেশ ঠিক ছিল না। আর যেহেতু আমি আমার নিজের বিয়েতে গান গাইনি, আমার শ্বশুর আমাকে আমার স্যুট সেলাই করার টাকাটাও দেননি!” তবে গায়ক মানসীকে কথা দিয়েছেন তিনি তাঁর বিয়েতে গিয়ে গান করবেন ভাল ব্যান্ড নিয়ে। সব কথাই হয় খুবই হালকা মেজাজে।
প্রসঙ্গত, এর আগে ঠিক কী ঘটেছিল? রিয়ালিটি শো’টিতে এক প্রতিযোগীকে উদ্দেশ্য করে অভিজিৎকে বলতে শোনা যায়, “কেউ পয়সা দিল, আর তুমি বিয়ে বাড়িতে গাইতে শুরু করে দিলেন তাতে করে তোমার অওকাত কম হয়ে যায়। আমার অওকাত আছে আমি বলে দিই, যে গাইব না। এক কোটি টাকার কাছে নত হয়ে গান করা আর মুখের উপর সেই এক কোটি না নেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে।” পাশেই বসেছিলেন নেহা কক্কর। জেন-জি’র যিনি পছন্দের গায়িকা।
ইনস্টাগ্রামে যার অনুরাগীর সংখ্যা হার মানাবে তামাম বলিসেলেবকেও। নেহা নিজে বিয়েবাড়িতে মোটা অঙ্কের বিনিময়ে গান গান। তাই অভিজিতের এই বক্তব্যের সঙ্গে কিছুতেই সহমত হতে দেখা যায় না তাঁকে। পাল্টা প্রতিবাদ করতে দেখা যায় নেহাকে। তিনি সেই প্রতিযোগীকে উদ্দেশ্য করে বলেন, “পরিশ্রমটাই আসল। সেই পরিশ্রম দিয়ে নিজের যোগ্যতায় পয়সা অর্জন করার মধ্যে কোনও দোষের নেই। বিয়েবাড়িতে গান গাওয়া কোনও খারাপ কাজ নয়। যদি তোমার তা দিয়ে সংসার চলে তবে বেশ তো।” এর পরেই নেহাকে থামানোর চেষ্টা করতে দেখা যায় তাঁকে। তিনি বারংবার বলতে থাকেন, “তুমি ব্যক্তিগত ভাবে নিয়ে নিচ্ছ। আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলিনি।” তবে নেহা শুনতে নারাজ। অভিজিৎকে কার্যত থামিয়ে দিয়ে তিনি বলতে থাকেন, “কাজ কখনও ছোট বড় বলে হয় না। যদি বিয়েবাড়িতে গাইতে হয় প্লিজ গাও, এতে কারও সম্মান নষ্ট হয় না।”