‘সব মিথ্যে’! শো চলাকালীন কী হয়েছিল মোনালির? প্রকাশ্যে আনলেন গায়িকা
মঙ্গলবার আচমকাই হুলুস্থুল কাণ্ড। মঙ্গলবার ২১ জানুয়ারি, দিনহাটার সংস্কৃতি কনসার্টের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। শো বন্ধ করে তাঁকে দ্রুত কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবরই ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়।
মঙ্গলবার আচমকাই হুলুস্থুল কাণ্ড। মঙ্গলবার ২১ জানুয়ারি, দিনহাটার সংস্কৃতি কনসার্টের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। শো বন্ধ করে তাঁকে দ্রুত কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবরই ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। কিন্তু দিন দুয়েক পড়ে গায়িকার কণ্ঠে অন্য সুর। মোনালির দাবি, তাঁকে নিয়ে সব ভুয়ো খবর রটানো হয়েছে। তিনি নাকি হাসপাতালে ভর্তিই ছিলেন না। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে স্পষ্ট জানিয়ে দিলেন সে কথা।
গায়িকা লেখেন, “আপনারা হয়তো ভাল আছেন। আসলে আমার শরীরের ব্যাপারে যাচাই না করে কিছু তথ্য ছড়ানো হচ্ছে। সবাইকে জানাতে চাই, আমি শ্বাসজনিত কোনও সমস্যায় ভুগছি না। কোনও হাসপাতালে আমাকে ভর্তিও হতে হয়নি। এটা মিথ্যে কথা!”
View this post on Instagram
তিনি জানান, ভাইরাল জ্বর হয়েছিল তাঁর। সেটা সারানোর সময় পাননি। সেই দিনই ফ্লাইটে করে কোচবিহার যাওয়ার কারণে হঠাত্ই মাইগ্রেন ও সাইনাসের ব্যথা শুরু হয়। তাই শো পুরোটা শেষ করতে পারেননি। সঙ্গে সঙ্গেই ছোটেন চিকিত্সকের কাছে। সেদিনই মুম্বই ফিরে গিয়েছেন গায়িকা। চিকিত্সা চলছে। কয়েকটা দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। মোনালি বলেন, “বিষয়টাকে এত বড় তৈরি করার কোনও দরকার নেই। জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। সবাই ভাল থাকুন।”