AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোহম আর দেবচন্দ্রিমাকে জুটিতে দেখা যাবে?

ইনস্টাগ্রামে নায়ক-নায়িকাকে একসঙ্গে একটা ছবিতে দেখা গিয়েছে। আউটডোর শুটিংয়ে এই ছবি তোলা হয়েছে, তা আঁচ করা যায়। সোহম মজুমদারকে এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। 'কবীর সিং' ছবির সাফল্যের পর তিনি এই ছবিতে কাজ করেছিলেন। এই বছর দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে সোহমের 'পাটালীগঞ্জের পুতুলখেলা' মুক্তি পেয়েছে। শমীক রায়চৌধুরীর পরিচালনায় 'মায়া সত্য ভ্রম' ছবিতে সোহমকে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। কবে মুক্তি পাবে সেই ছবি তা এখনও ঘোষণা হয়নি।

সোহম আর দেবচন্দ্রিমাকে জুটিতে দেখা যাবে?
| Edited By: | Updated on: May 24, 2025 | 1:32 PM
Share

অভিনেতা সোহম মজুমদার আর অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে একসঙ্গে দেখা যাবে একটা নতুন ওয়েব সিরিজে। খোঁজ নিয়ে জানা গেল, ‘জি ফাইভ’ আবার ওয়েব সিরিজ তৈরির কাজে হাত দিয়েছে। এই ঘর থেকেই তৈরি হয়েছে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘আবার প্রলয়’ বা ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় ‘ছোটলোক’-এর মতো ওয়েব সিরিজ। এবার রাজা চন্দর পরিচালনায় কাজ করছেন সোহম আর দেবচন্দ্রিমা, তেমনই চর্চা।

ইনস্টাগ্রামে নায়ক-নায়িকাকে একসঙ্গে একটা ছবিতে দেখা গিয়েছে। আউটডোর শুটিংয়ে এই ছবি তোলা হয়েছে, তা আঁচ করা যায়। সোহম মজুমদারকে এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। ‘কবীর সিং’ ছবির সাফল্যের পর তিনি এই ছবিতে কাজ করেছিলেন। এই বছর দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে সোহমের ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ মুক্তি পেয়েছে। শমীক রায়চৌধুরীর পরিচালনায় ‘মায়া সত্য ভ্রম’ ছবিতে সোহমকে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। কবে মুক্তি পাবে সেই ছবি তা এখনও ঘোষণা হয়নি।

দেবচন্দ্রিমা বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ। ‘পরিণীতা’ বা ‘প্রেমে পড়া বারণ’ ওয়েব সিরিজে তাঁর কাজ নজর কেড়েছে। বাংলা ধারাবাহিকের গণ্ডি টপকে দেবচন্দ্রিমা হিন্দি ধারাবাহিকের কাজেও ব্যস্ত ছিলেন বেশ কিছুদিন। সেই সময়ে মুম্বই শহরে থাকা শুরু করেন। কবে আবার বাংলায় কাজ করবেন তিনি, তা নিয়ে প্রশ্ন করছিলেন অনুরাগীরা। এই খবরে যে তাঁরা খুশি হবেন, সংশয় নেই। রাজা চন্দর পরিচালনায় নতুন ওয়েব সিরিজে আর কে আছেন, গল্প কীরকম, এসব ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি। বিস্তারিত জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।