Soumitrisha Kundu: সৌমিতৃষা যে ‘প্লুভিয়োফাইল’ জানতেন না অনেকেই! অবশেষে ভিডিয়ো সামনে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 07, 2023 | 8:47 PM

Soumitrisha Kundu: 'প্লুভিয়োফাইল', ইংরেজি বানান, Pluviophile--- কথাটির মানে জানেন? এই মুহূর্তে বাংলার ট্রেন্ডিং তারকা সৌমিতৃষা কুন্ডু নিজের সম্পর্কে ফাঁস করলেন একটি তথ্য।

Soumitrisha Kundu: সৌমিতৃষা যে প্লুভিয়োফাইল জানতেন না অনেকেই! অবশেষে ভিডিয়ো সামনে
অবশেষে ভিডিয়ো সামনে

Follow Us

 

‘প্লুভিয়োফাইল’, ইংরেজি বানান, Pluviophile— কথাটির মানে জানেন? এই মুহূর্তে বাংলার ট্রেন্ডিং তারকা সৌমিতৃষা কুন্ডু নিজের সম্পর্কে ফাঁস করলেন একটি তথ্য। জানালেন, তিনি নাকি প্লুভিয়োফাইল। কী মানে এটির? নিশ্চয়ই এই প্রশ্নই আপনার মনে এই প্রশ্ন জাগছে। ব্যাপারটা তবে খুলেই বলা যাক, একটি ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা। নীল শাড়ি আর খোলা চুলে তিনি দৌড়ে বেরচ্ছেন পাহাড়ি রাস্তায়। বৃষ্টির জলে ভিজে হাঁচ্ছে তাঁর শাড়ি। জল এসে পড়ছে চোখে মুখে। তাতে অবশ্য ভ্রূক্ষেপ নেই নায়িকার। বরং বলা ভাল, প্রতিটি বৃষ্টিবিন্দু উপভোগ করছেন তিনি। গায়ে মাখছেন বৃষ্টির জল। সোঁদা গন্ধে নিচ্ছেন প্রাণভরা নিঃশ্বাস। পাহাড়ও যেন আগলে রাখছে তাঁকে।

হ্যাঁ, সৌমিতৃষা প্লুভিয়োফাইল। অর্থাৎ তিনি বৃষ্টি ভালবাসেন। বিজ্ঞান জানাচ্ছে, প্লুভিয়োফাইল আদপে এমন একজন মানুষ যিনি বৃষ্টি ভালবাসেন, শুধু বৃষ্টিই নয়, ভালবাসেন, বৃষ্টি ভেজা দিন। সৌমিতৃষা এমনই একজন মানুষ। এ কথা নিজেই লিখেছেন তিনি। শুধু কি তাই? একই সঙ্গে জানিয়েছেন, মাথা গরম হলে কী করে তাঁকে ঠান্ডা করা যায়। তাঁর কথায়, “সৌমিতৃষাকে পাহাড়ে নিয়ে যাও”।

 

এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। দেবের আগামী ছবি ‘প্রধান ‘- তিনি লিড নায়িকা। তাঁকে দেখা যাবে দেবের নায়িকা হিসেবে। এটিই সৌমিতৃষার প্রথম বড় ছবি। প্রথম ছবিতেই কীভাবে দেব তা নিয়ে কম সমালোচনা হয়নি। তৈলমর্দন করে কাজ পেয়েছেন তিনি– উঠেছিল এ সব কথাও। যদিও সৌমিতৃষা নিজের লক্ষে অবিচল। আরও পথ চলা বাকি তাঁর। বাকেটলিস্টে রয়েছে আরও নানা ধরনের কাজের ইচ্ছে– তাই সেদিকেই ফোকাস রেখে তিনি এগিয়ে চলেছেন, তাঁকে আটকাবেন, সেই সাধ্য কার?

Next Article