সবটাই রটনা‌! বড় পর্দায় আবারও জুটিতে অভিষেক-ঐশ্বর্য?

Abhishek-Aishwarya: তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ভাঙার খবরে সরগর গোটা বলিউড। তবে এখনও মুখে কুলুপ তারকা দম্পতির। বিচ্ছেদের জল্পনার মাঝে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁদের। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেকও।

সবটাই রটনা‌! বড় পর্দায় আবারও জুটিতে অভিষেক-ঐশ্বর্য?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 8:58 PM

তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ভাঙার খবরে সরগর গোটা বলিউড। তবে এখনও মুখে কুলুপ তারকা দম্পতির। বিচ্ছেদের জল্পনার মাঝে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁদের। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেকও। কিন্তু যখনই তাঁদের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠেছে তখনই এড়িয়ে গিয়েছেন এই তারকা জুটি। এরই মাঝে প্রকাশ্যে এল আরও এক নতুন খবর।

‘রাবণ’-এর পর আবারও নাকি বড় পর্দায় জুটি বাঁধছেন ঐশ্বর্য এবং অভিষেক। পরিচালক নাকি মণি রত্নম। বলি সূত্রে খবর এমনটাই। টিনসেল টাউনের অন্দরের আলোচনা একটি হিন্দি ছবি পরিকল্পনা করেছেন মণি রত্নম। ইতিমধ্যেই নাকি অভিষেক এবং ঐশ্বর্যর সঙ্গে কথা সেরে ফেলেছেন পরিচালক। দুজনে নাকি রাজিও হয়ে গিয়েছেন। এই আলোচনা যদিও সত্যি হয় তাহলে ‘গুরু’ এবং ‘রাবণ’-এর তৃতীয় বার মণি রত্নমের ছবিতে দেখা যাবে এই জুটিকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কেউই।

প্রসঙ্গত, শোনা যায় ‘দসভি’ ছবিতে অভিনয় করার সময়ই অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়ান নিমরত। তবে সেই ছবি মুক্তি পাওয়ার বেশ কিছু দিন কেটে গিয়েছে। আচমকা কেন নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়েছে !তা শুনে নাকি খুবই বিরক্ত বচ্চন পরিবার। অন্তত বচ্চন পরিবারের ঘনিষ্ঠর দাবি এমনটাই। সত্যি যদিও এখনও অধরা। এ দিকে আরও একটি তথ্য এসেছে প্রকাশ্যে। শোনা যাচ্ছে,ঐশ্বর্যর সঙ্গে সম্পত্তি নিয়েও বিস্তর ঝামেলা বেঁধেছে বচ্চনদের। মেয়ে শ্বেতা বচ্চনের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই নাকি যত ঝামেলার সূত্রপাত হয়েছে।