আরিয়ানের চলাফেরায় নজরদারি! গবেষণা করে শাহরুখকে খুনের হুমকি আইনজীবীর?
কয়েক দিন আগের কথা। অভিনেতা শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সঙ্গে দাবি করেছিলেন ৫০ লক্ষ টাকা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো তোলপাড়া হয়ে যায় গোটা বলিউড। সঙ্গে সঙ্গে বড় পদক্ষেপ করে মুম্বই পুলিশ।
কয়েক দিন আগের কথা। অভিনেতা শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সঙ্গে দাবি করেছিলেন ৫০ লক্ষ টাকা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো তোলপাড়া হয়ে যায় গোটা বলিউড। সঙ্গে সঙ্গে বড় পদক্ষেপ করে মুম্বই পুলিশ। এবার জানা গেল ব্যক্তির নাম ফয়জন খান। তিনি পেশায় আইনজীবী। কিং খানের প্রতিটা সমাজমাধ্য়মের পাতায় তিনি নজরদারি চালিয়েছেন। পুলিশ সূত্রে খবর রাইপুরের আইনজীবী ফয়জন। তিনি রীতিমতো অনলাইনে শাহরুখকে নিয়ে পড়াশোনা করেছেন। গোটা পরিবারকে নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সব রকমের নিরাপত্তার তথ্যও জোগাড় করেছেন। পুলিশ সূত্রে খবর এমনটাই। শুধু নায়ক নয়, তাঁর নজরে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ানও। তাঁর চলাফেরা নজরে রাখছিলেন তিনি।
বান্দ্রা পুলিশ ফয়জন নামক ব্যক্তির ফোন বাজেয়াপ্ত করেছিল। ফরেনসিক পরীক্ষার পর এমন অনেকগুলো তথ্য উঠে এসেছে। আপাতত ১০ দিনের জেল হেফাজতে রয়েছেন অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ফয়জন নানা মনগড়া, ভুল উত্তর দিয়েছেন। এক এক জনকে এক এক রকমের উত্তর দিয়েছেন তিনি। নভেম্বরের প্রথমে বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে কী বলেছিলেন ফয়জন? তিনি বলেন, “শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মন্নতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।’ এরপর যে অফিসার ফোন ধরেছিলেন তিনি তাঁর নাম জিজ্ঞেস করলে বলেন, ‘ওটা ম্যাটার করে না। আমার নাম ধরে নিন হিন্দুস্তানি।” তারপরেই তদন্ত শুরু করে পুলিশ।