Newtown: বিশ্ববাংলা থেকে চিনার পার্ক অটো রুটে চালকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
Newtown: শুক্রবার দুপুরে নিউ টাউন বিশ্ব বাংলা গেটে অটো স্ট্যান্ডে অটোতে যাত্রী তোলা নিয়ে বিশ্ববাংলা থেকে চিনার পার্ক এবং চিনার পার্ক থেকে বিশ্ব বাংলা দুটি রুটের অটো চালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে তুমুল ঝামেলা হয়।
কলকাতা: আইএনটিটিইউসি পরিচালিত বিশ্ববাংলা থেকে চিনার পার্ক অটো রুট থাকবে কাদের দখলে, তা নিয়ে তৃণমূলের দুই পক্ষের অটো চালকদের মধ্যে ব্যাপক ঝামেলা। হাতাহাতি ব্যাপক আকার নেয়। ঘটনায় আহত হয় তিন জন অটো চালক। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দুপুরে নিউ টাউন বিশ্ব বাংলা গেটে অটো স্ট্যান্ডে অটোতে যাত্রী তোলা নিয়ে বিশ্ববাংলা থেকে চিনার পার্ক এবং চিনার পার্ক থেকে বিশ্ব বাংলা দুটি রুটের অটো চালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে তুমুল ঝামেলা হয়। নিউ টাউন থানার মধ্যস্থতায় সাময়িকভাবে সেই ঝামেলা মিটে গেলেও পরবর্তীক্ষেত্রে নিউ টাউন থেকে বিশ্ববাংলা রুটের অটোচালকরা চড়াও হয় বিশ্ববাংলা থেকে নিউ টাউন চিনার পার্ক রুটের অটোচালকদের ওপর এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে অটো চালকরা। এই ঘটনায় বেশ তিনজন অটো চালক আহত হন। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ, নিউটাউন বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্ক রুট রয়েছে। কিন্তু বিশ্ব বাংলা গেট থেকে অটোচালকরা যাত্রী নিয়ে চিনারপার্ক গেলে ওখান থেকে যাত্রী তুলতে দেয় না চিনারপার্ক অটো স্ট্যান্ডের চালকরা। সেই কারণে বিশ্ব বাংলা গেট অটো স্ট্যান্ডে চিনারপার্ক থেকে অটো চালক আসলে তাকেও যাত্রী তুলতে বাধা দেওয়া হয়। এরপর অটো চালকদের মধ্যে বচসা শুরু হয়। হাতাহাতিতে গড়ায় দুই পক্ষের অটো চালকদের। ঘটনায় আহত হয় তিন অটো চালক। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। দুই পক্ষই নিউটাউন থানায় যায় অভিযোগ জানাতে। গোটা ঘটনা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।