AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২১শে জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তী, বিধানসভা নির্বাচনে লড়বেন?

২১শে জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তীকে আবার দেখা গেল। এতে স্পষ্ট হয়ে গেল, এক সময়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে থাকা শ্রাবন্তী আবার ঘরে ফিরলেন। শ্রাবন্তীর মতো বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র আর রিমঝিম মিত্র। গেরুয়া শিবির ত্যাগ করতে তাঁদেরও বেশি সময় লাগেনি। এবার ২১-এ জুলাইয়ের মঞ্চে পৌঁছে গেলেন এই দুই অভিনেত্রীও।

২১শে জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তী, বিধানসভা নির্বাচনে লড়বেন?
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 2:04 PM
Share

২১শে জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য সকালেই নন্দনে জড়ো হয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। এর মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে চর্চা তুঙ্গে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি-তে যোগদান করেছিলেন অতীতে। ভোটে লড়লেও জয় আসেনি। এরপর সময় যত এগিয়েছে, জল গড়িয়েছে বিস্তর। গেরুয়া শিবির ত্যাগ করেছেন নায়িকা।

২১শে জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তীকে আবার দেখা গেল। এতে স্পষ্ট হয়ে গেল, এক সময়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে থাকা শ্রাবন্তী আবার ঘরে ফিরলেন। শ্রাবন্তীর মতো বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র আর রিমঝিম মিত্র। গেরুয়া শিবির ত্যাগ করতে তাঁদেরও বেশি সময় লাগেনি। এবার ২১-এ জুলাইয়ের মঞ্চে পৌঁছে গেলেন এই দুই অভিনেত্রীও। টলিপাড়ায় কিন্তু ২১শে জুলাইয়ের আগে থেকেই চর্চা ছিল, তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন শ্রাবন্তী!

সম্প্রতি TV9 বাংলার অফিসে এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন কিনা তাই নিয়ে। শ্রাবন্তী বলেন, ”আমি এই ব্যাপারটা ভেবেই দেখিনি। সামনে এতগুলো ছবির মুক্তি নিয়ে ব্যস্ত যে এই ব্যাপারে কিছুই জানিনা। আপনাদের কানে এরকম কথা কীভাবে এলো, সেটাই ভাবছি।” তবে শ্রাবন্তীকে যে ২১শে জুলাইয়ের মঞ্চে থাকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ব্যাপারে এখন আর কোনও সংশয় নেই। পাশাপাশি সৌমিতৃষা কুণ্ডু গত কয়েক দিন শারীরিক অসুস্থতার কারণে টলিপাড়ার কিছু অনুষ্ঠানে না পৌঁছাতে পারলেও, ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাক ফেরালেন না। বাংলা ছবির অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বাংলা ধারাবাহিকের বেশ কিছু মুখকে এদিন দেখা গেল ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে।