AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্রীপর্ণা, কোন ধারাবাহিক আসছে?

শ্রীপর্ণা বাংলায় একাধিক হিট ধারাবাহিকের অংশ হয়েছেন। 'গাঁটছড়া' ধারাবাহিকে তাঁকে কাজ করতে দেখা গিয়েছিল। প্রথমে এই ধারাবাহিকে দেখা যেত অভিনেত্রী শোলাঙ্কি রায়কে। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতেন তিনি। তবে ধারাবাহিক হিট হয়ে যাওয়ার পর শোলাঙ্কি এই কাজ ছেড়ে দিয়েছিলেন। শ্রীপর্ণার কাঁধে তখন গুরুদায়িত্ব আসে, দর্শকের পছন্দের হয়ে ওঠার জন্য। 'গাঁটছড়া' বাংলার অন্যতম হিট ধারাবাহিক।

বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্রীপর্ণা, কোন ধারাবাহিক আসছে?
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 2:00 PM
Share

স্টার জলসায় নতুন ধারাবাহিক আসছে। ‘লক্ষ্মী ঝাঁপি’ এই ধারাবাহিকের নাম। অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে এই ধারাবাহিকে দেখা যাবে, তেমনই জানা গেল। শ্রীপর্ণা বাংলায় একাধিক হিট ধারাবাহিকের অংশ হয়েছেন। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে তাঁকে কাজ করতে দেখা গিয়েছিল। প্রথমে এই ধারাবাহিকে দেখা যেত অভিনেত্রী শোলাঙ্কি রায়কে। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতেন তিনি। তবে ধারাবাহিক হিট হয়ে যাওয়ার পর শোলাঙ্কি এই কাজ ছেড়ে দিয়েছিলেন। শ্রীপর্ণার কাঁধে তখন গুরুদায়িত্ব আসে, দর্শকের পছন্দের হয়ে ওঠার জন্য। ‘গাঁটছড়া’ বাংলার অন্যতম হিট ধারাবাহিক।

তারপর শ্রীপর্ণা কোন ধারাবাহিকে কাজ করবেন, তার দিকে নজর ছিল সকলের। এবার জানা গেল, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দেখা যাবে শ্রীপর্ণাকে। ‘গাঁটছড়া’ ধারাবাহিক করার সময়ে বিয়েও করেছিলেন অভিনেত্রী। তাঁর বর বিনোদনের দুনিয়ার সঙ্গে যুক্ত নন। সেই বিয়েতে সমস্যা হয়েছে বলে টলিপাড়ায় জল্পনা। যদিও আইনি পথে বিচ্ছেদ হয়নি এখনও। শ্রীপর্ণা এই বিষয়ে কোনও বিবৃতি দেননি। নতুন ধারাবাহিকে শুভস্মিতা মুখোপাধ্যায় আর সৌরভ চক্রবর্তী কাজ করতে পারেন, সে খবর ছিল আগেই। শেষ পর্যন্ত তেমনই হচ্ছে। ধারাবাহিকের প্রোমোর শুটিং হয়ে গিয়েছে বলে খবর।

শুভস্মিতা মডেলিং থেকে শুরু করলেও, এখন ধারাবাহিকের মুখ। ওয়েব সিরিজ বা সিনেমায় যে তাঁকে কাজ করতে দেখা যাচ্ছে, তা নয়। সৌরভ বেশ কয়েকটি ধারাবাহিক করার পর পরিচালনায় মন দিয়েছিলেন। ওয়েব সিরিজের পরিচালনা করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট প্রযোজনা করার কাজেও তিনি যুক্ত। অভিনয় থেকে একেবারে বিরতি না নিলেও, নিয়মিত যে অভিনয় করছিলেন সেরকম নয়। তাই তিনি যদি ধারাবাহিকের প্রধান মুখ হয়ে ফেরেন, তা হলে সেটা চমকের হতে পারে। লক্ষণীয়, ছবিতে কাজ করেন এমন অনেক অভিনেতা-অভিনেত্রীই বাংলা ধারাবাহিকে ফেরার চেষ্টা করছেন। কারণ টলিউডে বাংলা ছবির সংখ্যা অনেকটা কমেছে।