কবির পরিবর্তে কবি: অর্পিতা ঘোষের নাটক ‘কারুবাসনা’র মঞ্চে জয় গোস্বামী নন, থাকছেন শ্রীজাত

শ্রীজাত লিখেছেন, “এর আগে থিয়েটারের মঞ্চে একবারই। দেবেশদা’র নির্দেশনায়, বেলঘরিয়া শঙ্খমালা’র প্রযোজনায় ‘অন্ধকার লেখাগুচ্ছ’। নাহ, অভিনয় করতে হয়নি, সংলাপ হিসেবে বলতে হয়েছে কেবল কয়েক পঙক্তি কবিতা, নিজেরই বই থেকে। তাতেই উদ্বেগ আমার কম ছিল না। তাই আবার কখনও থিয়েটারের মঞ্চে পা রাখব, ভাবিনি। কিন্তু হার মানতে হলো অর্পিতাদি’র জেদের কাছে।” নাটক প্রসঙ্গে শ্রীজাত লেখেন, “‘কারুবাসনা’ এক আশ্চর্য প্রযোজনা।

কবির পরিবর্তে কবি: অর্পিতা ঘোষের নাটক 'কারুবাসনা'র মঞ্চে জয় গোস্বামী নন, থাকছেন শ্রীজাত
শ্রীজাত-অনির্বাণ-সুজন।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2021 | 7:32 PM

“নাটকটির প্রায় ৫২টি শো হয়ে গিয়েছে। ‘কারুবাসনা’ নিয়ে নতুন করে আর কী বলার আছে?” বললেন অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। তবে এ বারের চমক আরও জোরদার! অনির্বাণ ভট্টাচার্য, সুজন নীল মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

জীবনানন্দ দাশের উপন্যাস ‘কারুবাসনা’র কাহিনি নিয়ে তৈরি ‘পঞ্চম বৈদিক’-এর নাটকে প্রথম বার অভিনয় করতে দেখা গিয়েছিল কবি জয় গোস্বামীকে। তবে এ বার জয় নেই। সুজন বললেন, “জয়দার শরীর ঠিক নেই। কোথাও বেরচ্ছেনও না। তা-ই নির্দেশক অর্পিতা ঘোষের মনে হয়েছে শ্রীজাতই অভিনয় করতে পারেন জয়দার চরিত্রে।”

‘কারুবাসনা’ প্রথম মঞ্চস্থ হয় ২০১৫ সালে। তারপর কেটে গিয়েছে পাঁচটা বছর। এখনও নাটকটি গেঁথে রয়েছে দর্শকরে মনে। ‘কারুবাসনা’ কেন্দ্রিক কত লেখা প্রকাশিত হয়েছে, কত আলোচনা হয়েছে শিল্প মহলে। এমন এক নাটকে প্রথমবারের জন্য মঞ্চে আসতে চলেছেন শ্রীজাত। উত্তেজনা চেপে রাখতে পারেননি কবি। ফেসবুকে লম্বা পোস্টে ব্যক্ত করছেন অনুভূতি।

 

 

শ্রীজাত লিখেছেন, “এর আগে থিয়েটারের মঞ্চে একবারই। দেবেশদা’র নির্দেশনায়, বেলঘরিয়া শঙ্খমালা’র প্রযোজনায় ‘অন্ধকার লেখাগুচ্ছ’। নাহ, অভিনয় করতে হয়নি, সংলাপ হিসেবে বলতে হয়েছে কেবল কয়েক পঙক্তি কবিতা, নিজেরই বই থেকে। তাতেই উদ্বেগ আমার কম ছিল না। তাই আবার কখনও থিয়েটারের মঞ্চে পা রাখব, ভাবিনি। কিন্তু হার মানতে হল অর্পিতাদি’র জেদের কাছে।” নাটক প্রসঙ্গে শ্রীজাত লেখেন, “‘কারুবাসনা’ এক আশ্চর্য প্রযোজনা। প্রথমবার দেখে বিশ্বাসই করতে পারিনি, জীবনানন্দের ওই অলীক অথচ অসম্ভব বাস্তব উপন্যাসকে এভাবে নাট্যরূপ দেওয়া যেতে পারে। আর সংলাপের মাঝেমাঝে তাঁরই কবিতার পঙক্তিমালাকে করে তোলা যেতে পারে সেতু, দৃশ্য থেকে দৃশ্যান্তরের মাঝে।”

 

 

কবি জয় গোস্বামীর পরিবর্তে মঞ্চে থাকছেন কবি শ্রীজাত, তা নিয়েও চাপা টেনশনও কাজ করছে শ্রীজাতর অন্তরে। তিনি লেখেন, “কাজটি নিপুণ ও নিজস্বভাবে সম্পন্ন করতেন জয়দা। তাঁর কণ্ঠে জীবনানন্দ-পাঠ শোনাও এক অভিজ্ঞতা। কখনও ভাবিনি, সেই প্রস্তাব আমার কাছে এসে দাঁড়াতে পারে। কিন্তু অর্পিতাদি’র হন্তারক প্রলোভনে সায় দিয়ে এবার সেই ভূমিকায় থাকছি আমি। অনেক দ্বিধা একসঙ্গে কাজ করছে।”

শ্রীজাত যে ‘কারুবাসনা’তে অভিনয় করছেন তা কি জানেন কবি জয় গোস্বামী? ফোনে তাঁকে ধরা হলে তিনি বলেন, “আমায় শ্রীজাত ফোন করে জানান যে তিনি অভিনয় করছেন এবং আমি তাঁকে শুভেচ্ছাও জানিয়েছি।” কবি আরও বলেন, “এত বছর ধরে অভিনয় করেছি, কিন্তু এখন আরও ভাল লাগছে যে আমারই মতো আরও একজন কবিতালেখক আমার কাজটি করছেন। আরেকটি বিষয় কখনও দর্শকাসনে বসে এই প্রযোজনা দেখার সুযোগ আমার হয়নি। এ বার দর্শকাসনে বসে দেখব নাটকটি।”

 

অনির্বাণ-শ্রীজাত-নীল।

 

আগামিকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, ‘পঞ্চম বৈদিক’-এর প্রযোজনায় অর্পিতা ঘোষর নির্দেশনায়, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বিকেল তিনটে এবং সাড়ে ছটায় মঞ্চস্থ হবে ‘কারুবাসনা’। সিনোগ্রাফির দায়িত্বে রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়।